নির্দিষ্ট কোন নাম্বার ব্যবহার বন্ধ করার আগে আপনাকে আপনার WhatsApp অ্যাকাউন্ট নতুন নাম্বার স্থানান্তরণ করতে হবে। সহজে এটা করার জন্য, আমাদের নাম্বার পরিবর্তন বৈশিষ্ট্যটি ব্যবহার করুন। এই বৈশিষ্ট্যটি ব্যবহার করলে আপনি আপনার অ্যাকাউন্টের তথ্য (আপনার প্রোফাইলের তথ্য সহ) এবং আপনার গোষ্ঠীগুলোও স্থানান্তরণ করতে পারবেন।
নাম্বার পরিবর্তন সম্পর্কে আরও জানতে: Android | iPhone | Windows Phone
নিশ্চিত করুন যে আপনার পরিচিতিরা তাদের ফোনের ঠিকানা বই থেকে আপনার পুরাতন ফোন নাম্বার মুছে দিয়েছে এবং নতুন নাম্বার লিখে রেখেছে। যেহেতু মোবাইল পরিষেবা প্রদানকারীরা প্রায়শই নাম্বার পুনর্ব্যবহার করে, আপনি আশা করতে পারেন আপনার নাম্বার অন্য কাওকে দেওয়া হবে।
লক্ষ্য করুন: আপনাকে আপনার পুরাতন অ্যাকাউন্ট মুছতে হবে না। নাম্বার পরিবর্তন বৈশিষ্ট্যটি সার্থক হলে আপনার পুরাতন অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।
যদি আপনি এক প্রকারের ফোন থেকে অন্য প্রকারের ফোনে যেতে চান, যেমন iPhone থেকে Android এ, এবং সেক্ষেত্রে আপনার নাম্বার সংরক্ষণ করলে আপনি আপনার অ্যাকাউন্টের তথ্য সংরক্ষণ করতে পারবেন। এই তথ্যগুলো ফোন নাম্বারের সাথে সম্পর্কিত। আপনার নতুন ফোনে WhatsApp ডাউনলোড করুন এবং নাম্বার যাচাই করুন।
লক্ষ্য করুন: আপনার আপনার বার্তাগুলো বিভিন্ন ফোনের মধ্যে স্থানান্তরণ করতে পারবেন না।
যদি আপনি এক প্রকার ফোন থেকে আরেক প্রকার ফোনে যান, এবং নাম্বার সংরক্ষণ করতে না চান, তবে নতুন ফোনে WhatsApp ডাউনলোড করুন এবং নতুন নাম্বারটি যাচাই করুন।
গুরুত্বপূর্ণ: আপনার পুরাতন অ্যাকাউন্ট মুছতে মনে রাখবেন। তবে, যদি আপনি আপনার পুরাতন অ্যাকাউন্ট না মুছে থাকেন, এবং সেই অ্যাকাউন্টে আপনার আর অ্যাক্সেস না থাকে তবে চিন্তা করার কোন কারণ নেই। যদি আপনার পুরাতন নাম্বারের নতুন মালিক ৪৫ দিনের পরে নতুন কোন ফোনে WhatsApp চালু করে তাহলে আপনার সেই ফোন নম্বেরের সাথে সম্পর্কিত সব তথ্য সম্পূর্ণভাবে মুছে যাবে।
যদি আপনি একই রকম ফোনে যান, যেমন একটি Android থেকে অন্যএকটি Android এ, তাহলে আপনি চাইলে আপনার বার্তা স্থানান্তরণ করতে পারবেন। চ্যাট স্থানান্তর সম্পর্কে আরও জানতে: Android | iPhone | Windows Phone
আপনার পুরাতন ফোন দিয়ে দেওয়ার আগে, নিশ্চিত করুন আপনি আপনার সকল তথ্য মুছে দিয়েছেন। সাথে যদি SD কার্ড থাকে তবে সেটার তথ্যও মুছে দিন। এর ফলে, আপনার ব্যক্তিগত তথ্য, যেমন WhatsApp এর বার্তা, অন্য কারও হাতে পরবে না।