'ভিডিও কল' কীভাবে করবেন
আপনার পরিচিতিরা দেশে বা বিদেশে যেখানেই থাকুন WhatsApp ব্যবহার করে 'ভিডিও কলের' মাধ্যমে আপনি তাদের বিনামূল্যে কল করতে পারবেন। ভিডিও কল আপনার ইন্টারনেট কানেকশন ব্যবহার করে। Windows 10 64-bit ভার্সন 1903 এবং এর পরবর্তী ভার্সন ও macOS 10.13 এবং এর পরবর্তী ভার্সন থেকে ডেস্কটপ কলিং করা যাবে। এই মুহূর্তে WhatsApp ডেস্কটপে গ্রুপ কল উপলভ্য নয়।
ডেস্কটপ থেকে কল ব্যবহার করুন
WhatsApp ডেস্কটপে ভিডিও কল করতে বা গ্রহণ করতে:
- আপনার কম্পিউটার এবং ফোনে ইন্টারনেট কানেকশন চালু থাকতে হবে।
- WhatsApp-কে আপনার কম্পিউটারের মাইক্রোফোন ও ক্যামেরায় অ্যাক্সেস দিতে হবে।
- কল করার জন্য আপনার কম্পিউটারের সাথে অডিও আউটপুট ডিভাইস, মাইক্রোফোন এবং ক্যামেরা কানেক্ট করতে হবে। ক্যামেরা ছাড়া কোনও ডিভাইস থেকে ভিডিও কল করা যাবে না।
দ্রষ্টব্য: সবচেয়ে ভাল অডিওর জন্য হেডসেট ব্যবহার করুন। আলাদা করে কোনও এক্সটার্নাল মাইক্রোফোন ও স্পিকার ব্যবহার করলে ইকো হতে পারে।
'ভিডিও কল' করতে
- আপনি যে পরিচিতিকে কল করতে চান তার চ্যাট খুলুন।
- ভিডিও কল আইকনে ক্লিক করুন।
কল চলাকালীন আপনি মাইক্রোফোন আইকনটিতে ক্লিক করে নিজের মাইক্রোফোন মিউট বা আনমিউট করতে পারেন বা ক্যামেরা আইকনে ক্লিক করে নিজের ক্যামেরা চালু বা বন্ধ করতে পারেন। কল শেষ করতে, কল শেষ করুন-এ ক্লিক করুন।
ভিডিও কলের উত্তর দিতে
আপনি যদি কোনও ইনকামিং কল গ্রহণ করতে চান, তাহলে:
- কল গ্রহণ করতে গ্রহণ করুন-এ ক্লিক করুন।
- কল বাতিল করতে বাতিল করুন-এ ক্লিক করুন।
- কল উপেক্ষা করতে উপেক্ষা করুন বা x-এ ক্লিক করুন।
ভয়েস কল থেকে ভিডিও কলে সুইচ করুন
কোনও পরিচিতির সাথে ভয়েস কলে থাকাকালীন আপনি ভিডিও কলে সুইচ করার অনুরোধ করতে পারেন। কোনও পরিচিতির সাথে ভয়েস কলে থাকাকালীন আপনি ঠিক আছে অথবা সুইচ করুন-এ ক্লিক করে কল সুইচ করতে পারেন অথবা বাতিল-এ ক্লিক করে কল বাতিল করা বেছে নিতে পারেন।
- কল চলাকালীন ক্যামেরা আইকনের উপর হোভার করুন।
- ক্যামেরা আইকনে ক্লিক করুন।
- আপনার পরিচিতি সুইচ করা গ্রহণ করলে ভয়েস কলটি ভিডিও কলে সুইচ হবে।
সংশ্লিষ্ট রিসোর্স:
- ডেস্কটপ কলিং সম্পর্কে
- কীভাবে ভয়েস কল করবেন
- ডেস্কটপ কলিং ব্যবহার করা যায়নি