ক্যাটালগ তালিকা বা বিজনেস সম্পর্কে রিপোর্ট কীভাবে করা যায়
আপনি যদি মনে করেন যে কোনও বিজনেস আমাদের বাণিজ্য নীতিকে লঙ্ঘন করছে, তাহলে তাদের বিষয়ে রিপোর্ট করতে পারবেন।
প্রোডাক্ট বা পরিষেবার রিপোর্ট করা
প্রোডাক্ট বা পরিষেবার রিপোর্ট করতে:
- বিজনেসের চ্যাটটি খুলুন
- তাদের বিজনেসের নামের পাশে থাকা
আইকনে ক্লিক করুন - বিবরণ দেখতে প্রোডাক্ট বা পরিষেবাতে ক্লিক করুন।
- এই
| আইকন > প্রোডাক্টের বিষয়ে রিপোর্ট করুন-এ ক্লিক করুন। - আপনার কাছে দুইটি বিকল্প আছে:
- সাধারণভাবে কোনও প্রোডাক্ট বা পরিষেবার বিষয়ে রিপোর্ট করতে প্রোডাক্টের বিষয়ে রিপোর্ট করুন-এ ক্লিক করুন।
- আরও বিবরণ দিতে আমাদের আরও জানান-এ ক্লিক করুন। এরপর, বিকল্প বেছে নিয়ে জমা দিন ক্লিক করুন।
বিজনেস সম্পর্কে রিপোর্ট করা
বিজনেস সম্পর্কে রিপোর্ট করতে:
- WhatsApp Business প্রোফাইল-এ যান
- ওপরের ডান দিকের কোণে থাকা, আরও বিকল্পের জন্য
| আইকনে ক্লিক করুন - বিজনেস সম্পর্কে রিপোর্ট করুন ক্লিক করুন।
- আপনার কাছে দুইটি বিকল্প আছে:
- বিজনেস সম্পর্কে রিপোর্ট করে সেটি ব্লক করতে বিজনেসকে ব্লক করে এই চ্যাটের মেসেজ বাদ দিন এর পাশে থাকা টিক চিহ্নের বক্সটি ক্লিক করুন। এরপর, রিপোর্ট করুন ক্লিক করুন
- বিজনেস সম্পর্কে রিপোর্ট করতে রিপোর্ট করুন ক্লিক করুন।