কীভাবে লগ-ইন বা লগ-আউট করবেন
লগ-ইন করুন
WhatsApp ওয়েব, WhatsApp ডেস্কটপ বা Portal থেকে WhatsApp-এ লগ-ইন করার জন্য আপনাকে নিজের ফোন ব্যবহার করে QR কোড স্ক্যান করতে হবে।
- আপনার ফোনে WhatsApp খুলুন।
- Android: আরও বিকল্প
ট্যাপ করুন। - iPhone: WhatsApp সেটিংস-এ যান।
- Android: আরও বিকল্প
- লিঙ্ক করা ডিভাইস-এ ট্যাপ করুন।
- Android: ডিভাইস লিঙ্ক করুন-এ ট্যাপ করুন। আপনার ডিভাইসে বায়োমেট্রিক প্রমাণীকরণ বিকল্প থাকলে স্ক্রিনের নির্দেশাবলী অনুসরণ করুন। যদি আপনার বায়োমেট্রিক প্রমাণীকরণ বিকল্পটি চালু করা না থাকে, তাহলে আপনাকে সেই পিন লিখতে অনুরোধ জানানো হবে যেটি ব্যবহার করে নিজের ফোন আনলক করেন।
- iPhone: ডিভাইস লিঙ্ক করুন-এ ট্যাপ করুন। iOS 14 এবং তার পরবর্তী ভার্সন হলে, আনলক করার জন্য Touch ID অথবা Face ID ব্যবহার করুন। যদি আপনার বায়োমেট্রিক প্রমাণীকরণ বিকল্পটি চালু করা না থাকে, তাহলে আপনাকে সেই পিন লিখতে অনুরোধ জানানো হবে যেটি ব্যবহার করে নিজের ফোন আনলক করেন।
- আপনার ফোন ব্যবহার করে নিজের কম্পিউটার বা Portal-এ QR কোড স্ক্যান করুন।
- অনুরোধ জানানো হলে, হয়ে গেছে ট্যাপ করুন বা বেছে নিন।
দ্রষ্টব্য: আপনার ডিভাইসের অপারেটিং সিস্টেম সেখানে স্টোর হওয়া বায়োমেট্রিক্স ব্যবহার করে প্রমাণীকরণ পরিচালনা করে। আপনার ডিভাইসের অপারেটিং সিস্টেমের স্টোর করা বায়োমেট্রিক্স তথ্যে WhatsApp অ্যাক্সেস করতে পারে না।
লগ-আউট করুন
আপনি নিজের ফোন, কম্পিউটার অথবা Portal ডিভাইস ব্যবহার করে WhatsApp ওয়েব বা WhatsApp ডেস্কটপ থেকে লগ-আউট করতে পারবেন।
আপনার কম্পিউটার বা Portal থেকে লগ-আউট করুন
- WhatsApp ওয়েব অথবা WhatsApp ডেস্কটপ খুলুন।
- আপনার চ্যাট তালিকার উপরে থাকা মেনু (
অথবা ) > লগ-আউট করুন-এ ক্লিক করুন।
আপনার ফোন থেকে লগ-আউট করুন
- আপনার ফোনে WhatsApp খুলুন।
- Android: আরও বিকল্প
> লিঙ্ক করা ডিভাইস-এ ট্যাপ করুন। - iPhone: WhatsApp-এর সেটিংস-এ যান > লিঙ্ক করা ডিভাইস-এ ট্যাপ করুন।
- একটি ডিভাইসে ট্যাপ করুন।
- লগ-আউট করুন-এ ট্যাপ করুন।
সংশ্লিষ্ট রিসোর্স:
- WhatsApp ওয়েব এবং ডেস্কটপ সম্পর্কে
- কীভাবে WhatsApp ডেস্কটপ ডাউনলোড করবেন
- কীভাবে Portal-এ আপনার WhatsApp অ্যাকাউন্ট যোগ করবেন বা সেখান থেকে সরাবেন
- WhatsApp-এ কানেক্ট করা যাচ্ছে না