কীভাবে WhatsApp ডেস্কটপ ডাউনলোড করবেন
কোনও ব্রাউজার ছাড়াই আপনার ডেস্কটপ থেকে WhatsApp ব্যবহার করতে পারবেন। আপনার কম্পিউটারে WhatsApp ডেস্কটপ ইনস্টল করতে এটি Microsoft স্টোর, Apple অ্যাপ স্টোর বা WhatsApp-এর ওয়েবসাইট থেকে ডাউনলোড করুন। WhatsApp ডেস্কটপ শুধুমাত্র সেই সব কম্পিউটারে কাজ করবে যেখানে অপারেটিং সিস্টেম নিচের আবশ্যকতা পূরণ করে:
- Windows 8.1 বা এর পরবর্তী ভার্সন
- macOS 10.11 বা এর পরবর্তী ভার্সন
অন্য সব অপারেটিং সিস্টেমের জন্য আপনি নিজের ব্রাউজারে WhatsApp ওয়েব ব্যবহার করতে পারবেন।
WhatsApp ডেস্কটপ ডাউনলোড করুন
- আপনার কম্পিউটারের ব্রাউজার থেকে WhatsApp ডাউনলোড করুন পেজ-এ যান, এরপর .exe বা .dmg ফাইলটি ডাউনলোড করুন।
- ডাউনলোড করা হয়ে গেলে .exe বা .dmg ফাইলটি খুলুন, এরপর স্ক্রিনে আসা নির্দেশিকা মেনে ইনস্টলেশন সম্পন্ন করুন।
সংশ্লিষ্ট রিসোর্স:
- WhatsApp ওয়েব এবং ডেস্কটপ সম্পর্কে
- কীভাবে লগ-ইন অথবা লগ-আউট করবেন
- WhatsApp ওয়েব বা ডেস্কটপে কানেক্ট করা যাচ্ছে না