কোনও ব্রাউজার ছাড়াই আপনার ডেস্কটপ থেকে WhatsApp ব্যবহার করতে পারবেন। আপনার কম্পিউটারে WhatsApp Desktop ইনস্টল করতে এটি Microsoft স্টোর, Apple App Store বা WhatsApp ওয়েবসাইট থেকে ডাউনলোড করুন। নিচে দেওয়া অপারেটিং সিস্টেমের আবশ্যকতা মেনে চলে শুধুমাত্র এমন কম্পিউটারে WhatsApp Desktop কাজ করবে:
অন্য সব অপারেটিং সিস্টেমের জন্য, আপনি নিজের ব্রাউজারে WhatsApp Web ব্যবহার করতে পারবেন।