দুইটি পদ্ধতিতে আপনি নিজের কম্পিউটারে WhatsApp ব্যবহার করতে পারবেন:
WhatsApp Web এবং Desktop হলো আপনার ফোনের WhatsApp অ্যাকাউন্টের কম্পিউটার ভিত্তিক এক্সটেনশন। আপনার পাঠানো এবং গ্রহণ করা মেসেজ আপনার ফোন এবং কম্পিউটার দুইটিতেই সিঙ্ক করা হয় এবং আপনি সেগুলো উভয় ডিভাইসেই দেখতে পারবেন।