WhatsApp ওয়েব এবং ডেস্কটপ সম্পর্কে
আপনি নিজের কম্পিউটারে দুটি পদ্ধতিতে WhatsApp ব্যবহার করতে পারবেন:
- WhatsApp ওয়েব: WhatsApp-এর ব্রাউজার ভিত্তিক অ্যাপ্লিকেশন।
- WhatsApp ডেস্কটপ: এমন অ্যাপ্লিকেশন যা আপনি নিজের কম্পিউটারে ডাউনলোড করতে পারবেন।
WhatsApp ওয়েব এবং ডেক্সটপ হল আপনার ফোনের WhatsApp অ্যাকাউন্টের কম্পিউটার ভিত্তিক এক্সটেনশন। আপনার পাঠানো এবং গ্রহণ করা মেসেজ আপনার ফোন এবং কম্পিউটারে সিঙ্ক হয় এবং আপনি সেগুলো উভয় ডিভাইসেই দেখতে পারবেন।
সংশ্লিষ্ট রিসোর্স:
- কীভাবে WhatsApp ডেস্কটপ ডাউনলোড করবেন
- কীভাবে লগ-ইন অথবা লগ-আউট করবেন
- WhatsApp ওয়েব বা ডেস্কটপে কানেক্ট করা যাচ্ছে না