গ্রুপের বিজ্ঞপ্তি কীভাবে মিউট বা আনমিউট করবেন
আপনি নির্দিষ্ট সময়ের জন্য গ্রুপ চ্যাটের বিজ্ঞপ্তি মিউট করে রাখতে পারবেন। তবুও আপনি গ্রুপে পাঠানো মেসেজ পাবেন কিন্তু সেগুলি এলে আপনার ফোনটি ভাইব্রেট হবে না বা শব্দ শোনা যাবে না।
গ্রুপের বিজ্ঞপ্তি মিউট করুন
- WhatsApp খুলুন > গ্রুপ চ্যাটে যান > গ্রুপের নাম ক্লিক করুন।
- মিউট করুন বক্সে টিক চিহ্ন দিন।
- আপনি কতক্ষণের জন্য বিজ্ঞপ্তি মিউট করে রাখতে চান তা বেছে নিন।
- বিজ্ঞপ্তি মিউট করুন-এ ক্লিক করুন।
অথবা:
- আপনার চ্যাটের তালিকায় গিয়ে গ্রুপটির উপর কার্সর রাখুন এবং মেনু
> বিজ্ঞপ্তি মিউট করুন-এ ক্লিক করুন। আপনি কতক্ষণের জন্য বিজ্ঞপ্তি মিউট করে রাখতে চান তা বেছে নিন > বিজ্ঞপ্তি মিউট করুন-এ ক্লিক করুন। - গ্রুপ চ্যাটটি খুলুন, এরপর মেনু
> বিজ্ঞপ্তি মিউট করুন-এ ক্লিক করুন। আপনি কতক্ষণের জন্য বিজ্ঞপ্তি মিউট করে রাখতে চান তা বেছে নিন > বিজ্ঞপ্তি মিউট করুন-এ ক্লিক করুন।
গ্রুপের বিজ্ঞপ্তি আনমিউট করুন
- WhatsApp খুলুন > গ্রুপ চ্যাটে যান > গ্রুপের নাম ক্লিক করুন।
- মিউট করা হয়েছে বক্সের টিক চিহ্ন তুলে দিন।
- আনমিউট করুন ক্লিক করুন।