কীভাবে আপনার বিজ্ঞপ্তি ম্যানেজ করবেন
পছন্দের বিজ্ঞপ্তি আপনার WhatsApp-এর সেটিংস থেকে সহজেই ম্যানেজ করতে পারবেন।
WhatsApp ওয়েব বা ডেস্কটপ খুলুন > মেনু (
এখানে আপনি এগুলো পরিবর্তন করতে পারবেন:
শব্দ
ডেস্কটপের সতর্কতা
প্রিভিউ দেখুন
এছাড়াও, আপনি নির্দিষ্ট সময়ের জন্য সকল চ্যাটের সতর্কতা ও শব্দ বন্ধ করতে পারবেন। বিজ্ঞপ্তি আবার চালু করতে সতর্কতা ও শব্দ বন্ধ আছে ক্লিক করুন।পুনরুদ্ধার করতে ক্লিক করুন। (
একক বা গ্রুপ চ্যাট মিউট করুন
- একক বা গ্রুপ চ্যাট খুলুন।
- মেনু
> বিজ্ঞপ্তি মিউট করুন ক্লিক করুন। - সময়কাল বেছে নিন:
- ৮ ঘণ্টা
- ১ সপ্তাহ
- সবসময়
- বিজ্ঞপ্তি মিউট করুন-এ ক্লিক করুন।
বিজ্ঞপ্তি আবার চালু করতে মিউট করা চ্যাট খুঁজে নিয়ে মেনু
দ্রষ্টব্য: যদি আপনি নিজের ফোনে একক বা গ্রুপ চ্যাট মিউট করেন, তাহলে সেটি WhatsApp ওয়েব ও ডেস্কটপ এও মিউট করা থাকবে। বাকি সব বিজ্ঞপ্তির সেটিংস আপনার ফোন ও কম্পিউটারের উপর নির্ভরশীল নয় এবং একে অন্যের উপর কোনও প্রভাব ফেলে না।
সব বিজ্ঞপ্তি বন্ধ করুন
ইনকামিং কল সহ সব বিজ্ঞপ্তি বন্ধ করতে WhatsApp ওয়েব বা ডেস্কটপ বন্ধ করুন। ডেস্কটপ বিজ্ঞপ্তি চালু করতে WhatsApp খুলুন।
অথবা, আপনি Mac-এ 'বিরক্ত করবেন না' বা Windows-এ 'ফোকাস এসিস্ট' চালু করতে পারেন। কীভাবে বিজ্ঞপ্তি বন্ধ করবেন সে সম্পর্কে আরও নির্দেশাবলীর জন্য অনুগ্রহ করে Apple সহায়তার ওয়েবসাইট বা Microsoft সহায়তার ওয়েবসাইটটি দেখুন।