ফরোয়ার্ড বৈশিষ্ট্যটি ব্যবহার করে আপনি একটি গ্রুপ বা একক চ্যাট থেকে অন্য একটি গ্রুপ বা একক চ্যাটে মেসেজ ফরোয়ার্ড করতে পারবেন। ফরোয়ার্ড করা মেসেজ "ফরোয়ার্ড করা হয়েছে” লেবেলের মাধ্যমে দেখানো হয়, যার থেকে আপনি বুঝতে পারেন যে পাঠানো মেসেজটি আপনার বন্ধু বা পরিবারের সদস্য নিজে লিখে পাঠিয়েছেন না অন্য কারোর থেকে পাওয়া মেসেজ আপনাকে পাঠিয়েছেন।
আপনি মেসেজ ফরোয়ার্ড করার সময় একবারে সর্বাধিক পাঁচটি চ্যাটে শেয়ার করতে পারবেন। কোনও মেসেজ অনেকবার ফরোয়ার্ড করা হলে সেটি একবারে শুধুমাত্র একটি চ্যাটে ফরোয়ার্ড করা যাবে।
দ্রষ্টব্য: আপনার ফরোয়ার্ড করা যেকোনও মেসেজ যেটি আপনার নিজের লেখা আউটগোয়িং মেসেজ নয় সেটি আপনার কাছে বা যেকোনও প্রাপক যিনি মেসেজটি পাবেন তার কাছে “ফরোয়ার্ড করা হয়েছে” লেবেলের সাথে দেখানো হবে।