আপনি যদি গ্রুপের অ্যাডমিন হন তাহলে গ্রুপের সকল সদস্যের জন্য গ্রুপটি বাদ দিতে পারেন। গ্রুপ বাদ দেওয়ার আগে আপনাকে গ্রুপের সব সদস্যদের সরিয়ে দিতে হবে ও গ্রুপ থেকে বেরিয়ে আসতে হবে।
আপনি গ্রুপটি বাদ দিলে নিজের চ্যাট তালিকায় আর গ্রুপটি দেখতে পাবেন না এবং আপনার ফোন থেকে পূর্ববর্তী চ্যাট বাদ হয়ে যাবে। অন্যান্য সদস্যরা তবুও তাদের চ্যাট তালিকা থেকে গ্রুপটিকে দেখতে পাবেন। যদিও, কেউই মেসেজ পাঠাতে পারবেন না।
কোনও গ্রুপ বাদ দিতে হলে আপনাকে প্রথমে গ্রুপটি থেকে বেরিয়ে আসতে হবে।
আপনি গ্রুপ থেকে বেরিয়ে আসার পর সেই গ্রুপটি বাদ দেওয়ার বিকল্প পাবেন।