আপনি ২৫৬ জন পর্যন্ত সদস্য নিয়ে একটি WhatsApp গ্রুপ তৈরি করতে পারবেন।
আপনি গ্রুপের অ্যাডমিন হলে, লোকজনের সাথে লিঙ্ক শেয়ার করে তাদের গ্রুপে যোগদানের জন্য আমন্ত্রণ জানাতে পারেন। আগের আমন্ত্রণ লিঙ্ক বাতিল করতে এবং নতুন লিঙ্ক তৈরি করতে অ্যাডমিন যেকোনও সময় লিঙ্ক রিসেট করুন করতে পারেন।
দ্রষ্টব্য: আপনি যেসব WhatsApp ব্যবহারকারীকে আমন্ত্রণ লিঙ্ক পাঠিয়েছেন তারা সবাই গ্রুপে যোগ দিতে পারবেন, তাই এই বৈশিষ্ট্যটি শুধুমাত্র বিশ্বস্ত লোকজনের সাথে শেয়ার করুন। লিঙ্কটি একজন পেয়ে আবার অন্যদের ফরোয়ার্ড করতে পারবেন। এটি করলে অন্য ব্যক্তিদের গ্রুপে যোগ দেওয়ার আগে গ্রুপের অ্যাডমিনের অনুমোদনের প্রয়োজন হবে না।