গ্রুপ অ্যাডমিনের সেটিংস কীভাবে পরিবর্তন করতে হয়
ডিফল্ট অনুযায়ী, গ্রুপের যেকোনও সদস্য মেসেজ পাঠাতে এবং গ্রুপের নাম, আইকন বা বর্ণনাসহ গ্রুপের তথ্য পরিবর্তন করতে পারবেন। কিন্তু একজন গ্রুপের অ্যাডমিন সেই গ্রুপের সেটিংস পরিবর্তন করে শুধুমাত্র অ্যাডমিনদের গ্রুপের তথ্য এডিট করার এবং মেসেজ পাঠানোর অনুমতি দিতে পারবেন।
গ্রুপের তথ্যের সেটিংস পরিবর্তন করুন
- WhatsApp-এর গ্রুপ চ্যাট খুলে গ্রুপের নামে ক্লিক করুন।
- অথবা, উপরের কোণায় থাকা মেনু (
বা ) > গ্রুপের তথ্য ক্লিক করুন।
- অথবা, উপরের কোণায় থাকা মেনু (
- গ্রুপের সেটিংস > গ্রুপের তথ্য এডিট করুন ক্লিক করুন।
- গ্রুপের তথ্য এডিটের অনুমতি দিতে সকল সদস্য বা শুধুমাত্র অ্যাডমিন বেছে নিন।
- নিশ্চিত করুন ক্লিক করুন।
গ্রুপে মেসেজ পাঠাবার সেটিংস পরিবর্তন করুন
- WhatsApp-এর গ্রুপ চ্যাট খুলে গ্রুপের নামে ক্লিক করুন।
- অথবা, উপরের কোণায় থাকা মেনু (
বা ) > গ্রুপের তথ্য ক্লিক করুন।
- অথবা, উপরের কোণায় থাকা মেনু (
- গ্রুপের সেটিংস > মেসেজ পাঠান ক্লিক করুন।
- মেসেজ পাঠানোর অনুমতি দিতে সকল সদস্য অথবা শুধুমাত্র অ্যাডমিন বেছে নিন।
- নিশ্চিত করুন ক্লিক করুন।
গ্রুপের সদস্যরা অ্যাডমিনে ক্লিক করে সরাসরি অ্যাডমিনের সাথে যোগাযোগ করতে পারবেন, এরপর তারা চাইলেই অ্যাডমিনের নাম ক্লিক করে মেসেজ পাঠাতে পারবেন।
সংশ্লিষ্ট রিসোর্স:
কীভাবে গ্রুপে পরিবর্তন করতে হয়