কীভাবে ডার্ক মোড ব্যবহার করা যায়
ডার্ক মোড ব্যবহার করে আপনি WhatsApp-এর কালার থিমটি 'লাইট' অর্থাৎ সাদা থেকে 'ডার্ক' বা কালো রঙে পরিবর্তন করতে পারবেন।
ডার্ক মোড ব্যবহার করুন
- WhatsApp খুলুন, এরপর আপনার চ্যাট তালিকার উপরে থাকা মেনু
ক্লিক করুন। - সেটিংস > থিম-এ ক্লিক করুন।
- নিচের বিকল্পগুলি থেকে বেছে নিন:
- সাদা: ডার্ক মোড বন্ধ করুন।
- কালো: ডার্ক মোড চালু করুন।
- সিস্টেম ডিফল্ট: আপনার ডিভাইসের সেটিংস অনুসারে WhatsApp-এর ডার্ক মোড চালু করুন।