কীভাবে আপনার বিজনেস প্রোফাইল এডিট করবেন
আপনি বিজনেস প্রোফাইলে নিজের বিজনেসের নাম, ঠিকানা, ক্যাটাগরি, বর্ণনা, ইমেল এবং ওয়েবসাইটসহ নিজের কোম্পানির সব তথ্য যোগ করতে পারবেন। লোকজন আপনার প্রোফাইল থেকে সহজেই এইসব তথ্য জানতে পারবেন।
আপনার বিজনেস প্রোফাইল দেখতে WhatsApp Business অ্যাপ খুলুন। এরপর, আরও
আপনার প্রোফাইলের ফটো এডিট করুন
- আপনার প্রোফাইলের ফটোতে ক্লিক করুন।
- নিচের বিকল্পের মধ্যে থেকে একটি বেছে নিন:
- ফটো দেখুন বেছে নিয়ে আপনি নিজের বর্তমান প্রোফাইলের ছবি দেখতে পারবেন।
- ফটো তুলুন বেছে নিয়ে আপনি কম্পিউটারের ক্যামেরা ব্যবহার করে নতুন ফটো তুলতে পারবেন।
- ফটো আপলোড করুন বেছে নিয়ে আপনি নিজের ফাইল থেকে আগের ফটো আপলোড করতে পারবেন।
- ফটো সরিয়ে দিন বিকল্প ব্যবহার করে আপনার বর্তমান প্রোফাইলের ছবি সরাতে পারবেন।
আপনার বিজনেসের বর্ণনা এডিট করুন
- বর্ণনা ফিল্ডে এডিট করুন
ক্লিক করুন। - আপনার বিজনেসের জন্য সংশ্লিষ্ট সর্বাধিক তিনটি ক্যাটাগরি বেছে নিন।
- সেভ করুন বা
ক্লিক করুন।
আপনার বিজনেস ক্যাটাগরি এডিট করুন
- ক্যাটাগরি ফিল্ডে এডিট করুন
ক্লিক করুন। - আপনার বিজনেসের জন্য সংশ্লিষ্ট সর্বাধিক তিনটি ক্যাটাগরি বেছে নিন।
- সেভ করুন ক্লিক করুন।
আপনার বিজনেসের ঠিকানা এডিট করুন
- ঠিকানা ফিল্ডে এডিট করুন
ক্লিক করুন। - আপনার বিজনেসের ঠিকানা লিখুন।
- সেভ করুন বা
ক্লিক করুন।
বিজনেস খোলা থাকার সময় লিখুন
- সময় ফিল্ডে এডিট করুন
ক্লিক করুন। - নিচের বিকল্পের মধ্যে থেকে একটি সময়সূচীর টেমপ্লেট বেছে নিন:
- নির্দিষ্ট সময়ের জন্য খোলা থাকে: বিকল্পটি বেছে নিয়ে নির্দিষ্ট যে দিনগুলিতে আপনার বিজনেস খোলা থাকে সেগুলি টিক চিহ্নের বক্স ব্যবহার করে বেছে নিতে পারবেন। এছাড়াও, আপনি প্রতিদিনের জন্য নির্দিষ্ট কাজের সময় সেট করে বিজনেস খোলা থাকার সময় জানাতে পারেন।
- সবসময় খোলা: বিকল্পটি বেছে নিয়ে নির্দিষ্ট যে দিনগুলিতে আপনার বিজনেস খোলা থাকে সেগুলি টিক চিহ্নের বক্স ব্যবহার করে বেছে নিতে পারবেন।
- শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট নিয়ে: বিকল্পটি বেছে নিয়ে সপ্তাহের যে দিনগুলিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার বিজনেস খোলা থাকে টিক চিহ্নের বক্স ব্যবহার করে সেগুলি বেছে নিন।
- সেভ করুন ক্লিক করুন।
আপনার ইমেল এবং ওয়েবসাইট এডিট করুন
- আপনি যে ফিল্ডটি আপডেট করতে চান সেটির এডিট করুন
ক্লিক করুন। - আপনার তথ্য আপডেট করুন।
- সেভ করুন বা
ক্লিক করুন।
আপনার ক্যাটালগ এডিট করুন
- আপনার ক্যাটালগ আপডেট করতে বা নতুন ক্যাটালগ তৈরি করতে ক্যাটালগ দেখুন বা এডিট করুন ক্লিক করুন।
- প্রয়োজন অনুযায়ী আপনার ক্যাটালগে আইটেম যোগ করুন বা এডিট করুন। কীভাবে ক্যাটালগ তৈরি বা পরিচালনা করবেন সে সম্পর্কে আরও জানতে এই নিবন্ধটি পড়ুন।
আপনার সম্পর্কের তথ্য এডিট করুন
- সম্পর্কে ফিল্ডে এডিট করুন
ক্লিক করুন। - আপনার তথ্য আপডেট করুন।
- সেভ করুন বা
ক্লিক করুন।
- শুধুমাত্র আপনার মোবাইল ডিভাইসে WhatsApp Business অ্যাপ ব্যবহার করে নিজের বিজনেসের নাম, ম্যাপের লোকেশন এবং ফোন নম্বর এডিট করতে পারবেন।
- ওয়েবসাইট ফিল্ডের যেকোনও একটিতে ওয়েব ঠিকানা লিখে Facebook পেজ এবং Instagram অ্যাকাউন্ট আপনার বিজনেস প্রোফাইলে যোগ করা যাবে।
সংশ্লিষ্ট রিসোর্স
- আপনার বিজনেস প্রোফাইল সম্পর্কে
- কীভাবে আপনার বিজনেস প্রোফাইল এডিট করবেন: Android | iPhone