WhatsApp ভয়েস মেসেজিং ব্যবহার করে আপনি দ্রুত কোনও পরিচিতি বা গ্রুপের সাথে যোগাযোগ করতে পারবেন। এটি আপনাকে একটি সমৃদ্ধ চ্যাটের অভিজ্ঞতা দেয় এবং আপনি গুরুত্বপূর্ণ ও সময় সংবেদনশীল তথ্য পাঠানোর জন্য এটি ব্যবহার করতে পারেন। যেমন, সব ভয়েস মেসেজ স্বয়ংক্রিয়ভাবেই ডাউনলোড হয়ে থাকে।
ভয়েস মেসেজ রেকর্ড করার সময় আপনি এটি বাতিল করতে স্লাইড করতে পারবেন।
বড় কোনও ভয়েস মেসেজ রেকর্ড করার সময় আপনি বাতিল ট্যাপ করে সেটি বাদ দিতে পারেন।
দ্রষ্টব্য: কিছু ফোনে কথা শুরুর আগে আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হতে পারে যদি লক্ষ্য করেন যে আপনার শুরুর মেসেজগুলো রেকর্ড হচ্ছে না।
আপনার পাঠানো বা গৃহীত ভয়েস মেসেজগুলো শুনতে চালান ট্যাপ করুন।
আপনার ফোনের স্পিকার দিয়ে মেসেজটি শুনতে ফোনটি আপনার কানের কাছে ধরুন অথবা স্পিকারফোনে মেসেজটি শুনতে ফোনটি স্বাভাবিক দূরত্বে রাখুন। আপনার ফোনের সাথে যদি হেডফোন সংযুক্ত থাকে তাহলে সেটি দিয়েই সবসময় ভয়েস মেসেজ প্লে করা হবে।
প্রাপ্ত ভয়েস মেসেজগুলিতে আপনি যা দেখবেন:
পাঠানো ভয়েস মেসেজগুলিতে আপনি দেখতে পাবেন:
কীভাবে ভয়েস মেসেজ প্রেরণ ব্যবহার করবেন তা জানুন এখানে: Android | Windows Phone