WhatsApp আপনার ফোনের ইন্টারনেট সংযোগ (4G/3G/2G/EDGE অথবা ওয়াই-ফাই, যেটা উপলভ্য) ব্যবহার করে আপনার বন্ধু ও পরিবারের সাথে মেসেজ আদান-প্রদান করে। আপনাকে প্রত্যেক মেসেজের জন্য অর্থ প্রদান করতে হবে না। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ডেটা সীমার মধ্যে থাকবেন অথবা বিনামূল্যের কোনও ওয়াই-ফাই নেটওয়ার্কে সংযুক্ত থাকবেন, ততক্ষণ আপনার সেবা প্রদানকারী প্রতিষ্ঠান WhatsApp এ মেসেজ আদান-প্রদানের ক্ষেত্রে অতিরিক্ত চার্জ করবে না।
WhatsApp কলিং ও একইভাবে কাজ করে। WhatsApp কলিং সম্পর্কে আরও জানুন এখানে: Android | iPhone | Windows Phone
অনুগ্রহ করে মনে রাখবেন যে: