আপনার ক্যামেরা দিয়ে নতুন ছবি তুলতে বা ভিডিও করতে ক্যামেরা বেছে নিন। দ্রষ্টব্য: WhatsApp দিয়ে ভিডিও রেকর্ড করলে সেটির আকার ১৬ মেবি এর বেশি হতে পারবে না।
আপনার iPhone এর ক্যামেরা রোল অথবা অ্যালবাম থেকে ছবি বা ভিডিও নির্বাচন করতে, ফটো এবং ভিডিও লাইব্রেরী বেছে নিন। আপনার ছবি এবং ভিডিও নির্বাচন করার পরে একবারে একাধিক ছবি বা ভিডিও নির্বাচন করার জন্য আপনি নিচের বাম পাশের যোগ ট্যাপ করুন।
iCloud ড্রাইভ অথবা অন্য কোনও অ্যাপ যেমন Google ড্রাইভ, Dropbox, Microsoft OneDrive ইত্যাদি থেকে ডকুমেন্ট নির্বাচন করতে ডকুমেন্ট বেছে নিন। দ্রষ্টব্য: ডকুমেন্ট পাঠানোর বৈশিষ্ট্যটি শুধুমাত্র iOS 8 এবং পরবর্তী ভার্সনের জন্য পাওয়া যাবে। ফাইলের সাইজ সর্বোচ্চ ১০০ মেবি হতে পারবে।
আপনার লোকেশন অথবা নিকটবর্তী কোনও লোকেশন পাঠাতে লোকেশন বেছে নিন।
কোনও পরিচিতির তথ্য পাঠাতে পরিচিতি বেছে নিন। ডিফল্টভাবেই, নির্বাচিত পরিচিতির জন্য ঠিকানা বইয়ে স্টোর করা সব তথ্য শেয়ার করা হবে। যেসব তথ্য শেয়ার করতে চান না সেগুলো অনির্বাচিত করতে পরিচিতি শেয়ার করুন স্ক্রিনের আইটেমগুলোতে ট্যাপ করতে পারেন।
এছাড়াও আপনি ছবি এবং ভিডিওগুলিতে ক্যাপশন দিতে পারবেন। প্রত্যেকটি ছবিতে ক্যাপশন দিতে একটির পর একটি ছবি সুইচ করুন।
পাঠান ট্যাপ করুন।
এছাড়াও, আপনি আপনার পরিচিতিগুলিকে Facebook, Instagram বা YouTube ভিডিও এর জন্য একটি লিঙ্ক পাঠাতে পারবেন এবং তারা এটি সরাসরি WhatsApp এ চালাতে পারবে। প্রিভিউ সম্পন্ন হওয়ার জন্য লিঙ্কটি পেস্ট করার পর আপনাকে অপেক্ষা করতে হবে।
দ্রষ্টব্য: মিডিয়া, ডকুমেন্ট, লোকেশন অথবা পরিচিতিগুলি পাঠানোর জন্য আপনাকে আপনার iPhone সেটিংস > গোপনীয়তা থেকে iPhone এর লোকেশন পরিষেবা, পরিচিতি, ফটো এবং ক্যামেরা এ অ্যাক্সেস দিতে হবে।
মিডিয়া, ডকুমেন্ট, লোকেশন অথবা পরিচিতি ফরোয়ার্ড করা
মিডিয়া, ডকুমেন্ট, লোকেশন অথবা পরিচিতি একটি চ্যাট থেকে আরেকটি চ্যাটে ফরওয়ার্ড করতে:
কোনও একটি চ্যাট খুলুন।
যে মেসেজটি ফরওয়ার্ড করতে চান সেটি ট্যাপ করে ধরে রাখুন, এরপরে ফরওয়ার্ড ট্যাপ করুন।
অন্য কোনও মেসেজ ফরওয়ার্ড করতে চাইলে সেগুলো নির্বাচন করুন, এরপরে আপনার স্ক্রিনের নিচের বাম পাশে থাকা ফরওয়ার্ড ট্যাপ করুন।
যে চ্যাটে মেসেজটি ফরওয়ার্ড করতে চান সেটি নির্বাচন করুন, এরপর ফরওয়ার্ড ট্যাপ করুন।
মিডিয়া, ডকুমেন্ট, লোকেশন বা পরিচিতিগুলি ফরওয়ার্ড করার সময় আপনাকে এগুলো পুনরায় আপলোড করতে হবে না, এজন্য এগুলো কম ডেটা খরচে দ্রুত পাঠানো যাবে। যে সকল ফরওয়ার্ড করা মেসেজ মূলত আপনার মাধ্যমে পাঠানো হয়নি সেগুলি “ফরওয়ার্ড করা হয়েছে” লেবেল দ্বারা আপনাকে দেখানো হবে।
দ্রষ্টব্য: মিডিয়ার সাথে ক্যাপশন ফরওয়ার্ড করা হবে না।
কীভাবে মিডিয়া, ডকুমেন্ট, লোকেশন অথবা পরিচিতিগুলি পাঠাতে হয় তা জানুন এখানে: Android | Windows Phone