কীভাবে WhatsApp Business অ্যাপ ডাউনলোড করবেন
WhatsApp Business বিনামূল্যে ডাউনলোড করা যায় এমন অ্যাপ যা ক্ষুদ্র বিজনেসের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে।
অ্যাপটি ডাউনলোড করার আগে এই বিষয়গুলো খেয়াল রাখুন:
- আপনার যদি আগে থেকে WhatsApp Messenger অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি সহজেই নতুন WhatsApp Business অ্যাকাউন্টে পূর্ববর্তী চ্যাট ও মিডিয়াসহ আপনার অ্যাকাউন্টের তথ্য মাইগ্রেট করতে পারবেন।
- আপনি WhatsApp Business অ্যাপের ব্যবহার বন্ধ করলে আপনার পূর্ববর্তী চ্যাট WhatsApp Messenger-এ পুনরায় সরানো যাবে না।
- WhatsApp Business অ্যাপ ও WhatsApp Messenger-এর অ্যাকাউন্ট আলাদা আলাদা নম্বরে লিঙ্ক করা থাকলে আপনি দুটি অ্যাপই এক সাথে ব্যবহার করতে পারবেন। একই সাথে উভয় অ্যাপে একটি ফোন নম্বর লিঙ্ক করা সম্ভব নয়।
WhatsApp Business অ্যাপটি সেট-আপ করতে:
- WhatsApp Business অ্যাপ Apple App Store থেকে ডাউনলোড করুন।
- আপনার বিজনেসের ফোন নম্বর যাচাই করুন।
- আপনি চাইলে ব্যাক-আপ থেকে পুনরুদ্ধার করতে পারবেন।
- আপনার বিজনেস নাম সেট করুন।
- আপনার প্রোফাইল তৈরি করুন। সেটিংস > থেকে আপনার বিজনেসের নামে ট্যাপ করুন।