কোনও গ্রাহক আপনাকে প্রথম বার মেসেজ পাঠালে বা আপনার সাথে ১৪ দিনের বেশি তার কোনও যোগাযোগ না থাকলে আপনি স্বয়ংক্রিয়ভাবে তাকে সম্ভাষণের মেসেজ পাঠাতে পারবেন।
সম্ভাষণের মেসেজ সেট করতে:
- সেটিংস > ব্যবসার টুল > সম্ভাষণের মেসেজ এ যান।
- সম্ভাষণের মেসেজ পাঠান চালু করুন।
- মেসেজে গিয়ে, এডিট করার জন্য মেসেজটি ট্যাপ করুন এবং এরপর সেভ করুন ট্যাপ করুন।
প্রাপকে গিয়ে এগুলির একটি ট্যাপ করে বেছে নিন:
- প্রত্যেকে বেছে নিয়ে আপনি এরকম প্রত্যেক ব্যক্তিকে সম্ভাষণের মেসেজ পাঠাতে পারবেন যারা আপনাকে মেসেজ পাঠাবেন।
- আমার পরিচিতি বাদে বেছে নিয়ে আপনি তাদের সম্ভাষণের মেসেজ পাঠাতে পারবেন যারা আপনার ঠিকানা বইয়ে নেই।
- এরা ব্যতীত প্রত্যেকে… বেছে নিলে যাদের বেছে নিয়েছেন তাদের ছাড়া আপনি সম্ভাষণের মেসেজ আর সবাইকে পাঠাতে পারবেন যারা আপনাকে মেসেজ পাঠিয়েছেন।
- শুধুমাত্র এদেরকে পাঠান… বেছে নিয়ে আপনি শুধুমাত্র নির্বাচিত পরিচিতিদের সম্ভাষণের মেসেজ পাঠাতে পারবেন।
দ্রষ্টব্য: সম্ভাষণের মেসেজ তখনই পাঠানো হবে যখন আপনার ফোনে একটি কার্যকর ইন্টারনেট কানেকশন থাকবে।