আপনি যখন ব্যস্ত বা অফিসের বাইরে থাকেন, অথবা ফোনের কাছে নেই, সেই সময় আপনি ব্যস্ত থাকাকালীন পাঠাবার মেসেজ ব্যবহার করতে পারেন। এই ধরনের মেসেজ আপনার সমস্ত বা কিছু পরিচিতিকে পাঠানো হবে যখন তারা আপনার ব্যবসার নম্বরে মেসেজ করবেন। এছাড়াও নির্দিষ্ট সময়ে মেসেজ পাঠানো চালু রাখতে এই ব্যস্ত থাকাকালীন পাঠাবার মেসেজের সময়সূচী ঠিক করতে পারবেন, যেমন: আপনার ব্যবসা বন্ধ থাকাকালীন।
ব্যস্ত থাকাকালীন পাঠাবার মেসেজ সেট করতে:
- সেটিংস > ব্যবসার টুল > ব্যস্ত থাকাকালীন পাঠাবার মেসেজ এ যান।
- ব্যস্ত থাকাকালীন পাঠাবার মেসেজ পাঠান চালু করুন।
- মেসেজে গিয়ে, এডিট করার জন্য মেসেজটি ট্যাপ করুন, এরপর সেভ করুন ট্যাপ করুন।
পাঠানোর সময়সূচী থেকে এগুলোর একটি ট্যাপ করে বেছে নিন:
- সবসময় পাঠান বেছে নিয়ে সবসময় আগে থেকে সেট করা মেসেজ পাঠাতে পারবেন।
- সময়সূচী কাস্টমাইজ বেছে নিয়ে শুধুমাত্র নির্দিষ্ট সময়ে আগে থেকে সেট করা মেসেজ পাঠাতে পারবেন।
- ব্যবসা বন্ধ থাকার সময় বেছে নিয়ে শুধুমাত্র ব্যবসা বন্ধ থাকাকালীন স্বয়ংক্রিয় মেসেজ পাঠাতে পারবেন। এটি শুধুমাত্র তখনই ব্যবহার করতে পারবেন যখন আপনি আপনার ব্যবসার প্রোফাইলে ব্যবসা খোলা থাকার সময় সেট করে রাখবেন। কীভাবে করবেন তা জানতে আমাদের এই নিবন্ধটি দেখুন।
প্রাপকে গিয়ে এগুলির একটি ট্যাপ করে বেছে নিন:
- প্রত্যেকে বেছে নিয়ে আপনাকে মেসেজ করেছেন এমন যে কাউকে আগে থেকে সেট করা মেসেজ পাঠাতে পারবেন যদি আপনার ব্যস্ত থাকাকালীন পাঠাবার মেসেজের বৈশিষ্ট্যটি চালু থাকে।
- আমার পরিচিতি বাদে বেছে নিয়ে আপনি তাদের আগে থেকে সেট করা মেসেজ পাঠাতে পারবেন যারা আপনার ঠিকানা বইয়ে নেই।
- এরা ছাড়া বাকি সবাই.... বেছে নিলে যাদের বেছে নিয়েছেন তাদের ছাড়া আপনি আগে থেকে সেট করা মেসেজ আর সবাইকে পাঠাতে পারবেন।
- শুধুমাত্র এদেরকে পাঠান… বেছে নিয়ে আপনি শুধুমাত্র নির্বাচিত পরিচিতিদের আগে থেকে সেট করা মেসেজ পাঠাতে পারবেন।
ব্যস্ত থাকাকালীন পাঠাবার মেসেজ তখনই পাঠানো হবে যখন আপনার ফোনে একটি কার্যকর ইন্টারনেট কানেকশন থাকবে।