ক্যাটালগের লিঙ্ক শেয়ার করা
ক্যাটালগ ব্যবহার করে বর্তমান ও সম্ভাব্য গ্রাহকরা ব্যবসার প্রোডাক্ট ও পরিষেবা ব্রাউজ করতে, সেই সম্পর্কে প্রশ্ন করতে এবং আরও জানতে পারবেন। গ্রাহক তার পছন্দের প্রোডাক্ট ও পরিষেবা বেছে নেওয়ার পাশাপাশি সেগুলো নিজের বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন, আবার সেই প্রোডাক্ট সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করতে ব্যবসায়ীকে মেসেজ পাঠাতে পারবেন।
ক্যাটালগের প্রোডাক্ট বা পরিষেবা শেয়ার করতে:
- ক্যাটালগ-এ যান
- যে আইটেম বা পরিষেবাটি শেয়ার করতে চান সেটি বেছে নিন
- উপরের ডান কোণার তিনটি ডট ট্যাপ করুন
- এরপর, আপনি নিচের যেকোনও বিকল্প বেছে নিয়ে আপনার পরিচিতি বা সম্ভাব্য ক্রেতাদের সাথে আপনার ক্যাটালগের নির্দিষ্ট আইটেমটি শেয়ার করতে পারবেন:
- ফরোয়ার্ড করুন: বিকল্পটি বেছে নিয়ে WhatsApp-এর মাধ্যমে আইটেমের লিঙ্কটি অন্যদের সাথে শেয়ার করতে পারবেন।
- শেয়ার করুন: বিকল্পটি বেছে নিয়ে ইমেল বা অন্যান্য থার্ডপার্টি মেসেজিং অ্যাপে আইটেমের লিঙ্কটি শেয়ার করতে পারবেন।
- আইটেম বা পরিষেবাটি শেয়ার করার জন্য গ্রুপ বা একক চ্যাট বেছে নিন।
- পাঠান ট্যাপ করুন
যদি প্রাপক WhatsApp Messenger বা WhatsApp Business অ্যাপে লিঙ্কটি দেখেন তাহলে শেয়ার করা লিঙ্কটি দ্বারা সরাসরি আইটেম/ক্যাটালগটি খুলবে।
কিন্তু, যদি ক্যাটালগের লিঙ্কটি ইমেল বা ব্রাউজারের মাধ্যমে শেয়ার করা হয় তাহলে একটি নির্বাচক খুলবে যার মাধ্যমে ব্যবহারকারী বেছে নিতে পারবেন যে তিনি কোন অ্যাপ দ্বারা লিঙ্কটি খুলবেন।