কীভাবে ক্যাটালগ তৈরি এবং পরিচালনা করা যায়
ক্যাটালগ আপডেট করা থাকলে খুব সহজেই গ্রাহকরা আপনার ব্যবসার সাথে যোগাযোগ করতে পারবেন। এছাড়াও, এটি আপনার নতুন প্রোডাক্ট ও পরিষেবা দেখাতে সাহায্য করবে।
আপনার ক্যাটালগে প্রোডাক্ট বা পরিষেবা যোগ করুন
- WhatsApp Business অ্যাপটি খুলুন, এরপর সেটিংস > ব্যবসার টুল > ক্যাটালগ-এ যান।
- নতুন ক্যাটালগ তৈরির ক্ষেত্রে প্রোডাক্ট অথবা পরিষেবা যোগ করুন বিকল্পে ট্যাপ করুন।
- নীল রঙের যোগ আইকন অথবা নতুন আইটেম যোগ করুন ট্যাপ করুন। এরপর, ইমেজ যোগ করুন ট্যাপ করুন।
- আপনার ফটো থেকে ইমেজ আপলোড করতে ফটো বেছে নিন বা নতুন ইমেজ তোলার জন্য ফটো তুলুন ট্যাপ করুন। আপনি সর্বাধিক ১০টি ইমেজ আপলোড করতে পারবেন।
- প্রোডাক্ট বা পরিষেবার নাম লিখুন। এছাড়াও, আপনি ঐচ্ছিক বিবরণ যেমন মূল্য, বর্ণনা, ওয়েবসাইটের লিঙ্ক এবং যে প্রোডাক্ট আপলোড করা হয়েছে সেটির প্রোডাক্ট অথবা পরিষেবা কোড প্রদান করতে পারবেন।
- সেভ করুন ট্যাপ করুন।
গ্রাহকরা কী কী প্রোডাক্ট বা পরিষেবা দেখতে পাবেন তা নিয়ন্ত্রণ করুন
দ্রষ্টব্য: এই বৈশিষ্ট্যটি আপনার কাছে এখনও উপলভ্য নাও হতে পারে।
ক্যাটালগের আইটেম লুকান
- WhatsApp Business অ্যাপটি খুলুন, এরপর সেটিংস > ব্যবসার টুল > ক্যাটালগ-এ যান।
- আপনি যে প্রোডাক্ট বা পরিষেবাটি দেখাতে চাইছেন না সেটি ট্যাপ করুন, এরপর আরও
> এডিট করুন ট্যাপ করুন। - এই আইটেম লুকান চালু করুন।
- সেভ করুন ট্যাপ করুন।
অথবা, আপনার ক্যাটালগ ম্যানেজারে গিয়ে আইটেমের বাম দিকে সোয়াইপ করুন। এরপর, লুকান > লুকান ট্যাপ করুন।
লুকানো আইটেমগুলি এরপরেও আইটেমের ইমেজের ওপর
ক্যাটালগের আইটেম দেখান
- WhatsApp Business অ্যাপটি খুলুন, এরপর সেটিংস > ব্যবসার টুল > ক্যাটালগ-এ যান।
- আপনি যে লুকানো প্রোডাক্ট বা পরিষেবাটি দেখাতে চান সেটি ট্যাপ করুন, এরপর আরও
> এডিট করুন ট্যাপ করুন। - এই আইটেম লুকান বন্ধ করুন।
- সেভ করুন ট্যাপ করুন।
অথবা, আপনার ক্যাটালগ ম্যানেজারে গিয়ে আইটেমের বাম দিকে সোয়াইপ করুন। এরপর, দেখান > দেখান ট্যাপ করুন।
আপনার ক্যাটালগ থেকে প্রোডাক্ট বা পরিষেবা বাদ দিন
- WhatsApp Business অ্যাপটি খুলুন, এরপর সেটিংস > ব্যবসার টুল > ক্যাটালগ-এ যান।
- আপনি যে প্রোডাক্ট বা পরিষেবাটি বাদ দিতে চান সেটির বাম দিকে সোয়াইপ করুন। এরপর, বাদ দিন > বাদ দিন ট্যাপ করুন।
অথবা, আপনি যে প্রোডাক্ট বা পরিষেবাটি বাদ দিতে চান সেটির ইমেজ বেছে নিন। এরপর, এডিট করুন > বাদ দিন > বাদ দিন ট্যাপ করুন।
দ্রষ্টব্য: ক্যাটালগে আপলোড করা প্রত্যেকটি ইমেজ পর্যালোচনা করা হবে। ইমেজ, প্রোডাক্ট বা পরিষেবা WhatsApp-এর বাণিজ্যিক নীতি মেনে চলছে কিনা সেই বিষয়টি নিশ্চিত করতে পর্যালোচনাটি সাহায্য করে।