WhatsApp Business অ্যাপটি ক্ষুদ্র ব্যবসার জন্য বিনামূল্যে ডাউনলোড করার অ্যাপ।
অ্যাপটি ডাউনলোড করার পূর্বে নিচের বিষয়গুলো খেয়াল রাখুন:
আপনার যদি আগের কোনও WhatsApp Messenger অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি সহজেই চ্যাটের ইতিহাস ও মিডিয়াসহ আপনার অ্যাকাউন্ট মাইগ্রেট করতে পারবেন।
যদি আপনি WhatsApp Business অ্যাপ এর ব্যবহার বন্ধ করে দেন, তাহলে আপনার চ্যাটের ইতিহাস আর WhatsApp Messenger এ পুনরায় সরানো যাবে না।
অ্যাকাউন্টটি অন্য ফোন নম্বরের সাথে লিঙ্ক না করা পর্যন্ত আপনি WhatsApp Business অ্যাপ ও WhatsApp Messenger দুইটি অ্যাপই একই সাথে ব্যবহার করতে পারবেন। একটি ফোন নম্বর দিয়ে একই সাথে দুইটি অ্যাপ ব্যবহার করা সম্ভব নয়।