WhatsApp Business অ্যাপ কীভাবে ডাউনলোড করবেন
WhatsApp Business অ্যাপটি ক্ষুদ্র বিজনেসের জন্য বিনামূল্যে ডাউনলোড করার অ্যাপ।
অ্যাপটি ডাউনলোড করার আগে এই বিষয়গুলো খেয়াল রাখুন:
- আপনার যদি আগে থেকে WhatsApp Messenger অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি সহজেই নতুন WhatsApp Business অ্যাকাউন্টে পূর্ববর্তী চ্যাট ও মিডিয়াসহ আপনার অ্যাকাউন্ট মাইগ্রেট করতে পারবেন।
- আপনি WhatsApp Business অ্যাপের ব্যবহার বন্ধ করলে আপনার পূর্ববর্তী চ্যাট WhatsApp Messenger-এ পুনরায় সরানো যাবে না।
- WhatsApp Business অ্যাপ ও WhatsApp Messenger-এর অ্যাকাউন্ট আলাদা আলাদা ফোন নম্বরের সাথে লিঙ্ক করা থাকলে আপনি দুটি অ্যাপই এক সাথে ব্যবহার করতে পারবেন। একই সাথে উভয় অ্যাপে একটি ফোন নম্বর লিঙ্ক করা সম্ভব নয়।
WhatsApp Business অ্যাপটি সেট-আপ করতে:
- Google Play স্টোর থেকে WhatsApp Business অ্যাপ ডাউনলোড করুন।
- আপনার বিজনেসের ফোন নম্বর যাচাই করুন।
- আপনি চাইলে ব্যাক-আপ থেকে নিজের অ্যাকাউন্ট পুনরুদ্ধার করতে পারবেন।
- আপনার বিজনেসের নাম সেট করুন।
- আপনার প্রোফাইল তৈরি করুন। আরও বিকল্প
> সেটিংস > আপনার বিজনেসের নাম ট্যাপ করুন।