আপনি লেবেল ব্যবহার করে সহজেই নিজের চ্যাট ও মেসেজ খুঁজে পাবেন এবং সেগুলো সাজিয়ে রাখতে পারবেন। আপনি বিভিন্ন রঙের লেবেল তৈরি করতে পারেন এবং সম্পূর্ণ চ্যাট, গ্রুপ বা কোনও চ্যাটের মধ্যে থাকা নির্দিষ্ট মেসেজের লেবেল যোগ করতেও পারবেন।
লেবেল যোগ করতে
মেসেজ অথবা চ্যাট ট্যাপ করে ধরে থেকে লেবেল >-এ ট্যাপ করুন > এরপর আগে থেকে থাকা লেবেল অথবা নতুন লেবেল যোগ করতে পারবেন।
দ্রষ্টব্য: আপনি সর্বাধিক ২০টি লেবেল তৈরি করতে পারবেন।
লেবেল করা কন্টেন্ট খুঁজতে
একটি লেবেলের সাথে সম্পর্কিত সব কন্টেন্ট পেতে:
আপনার চ্যাট স্ক্রিন > আরও বিকল্প > লেবেল >-এ একটি লেবেলে ট্যাপ করুন।
আপনি নিজের চ্যাট স্ক্রিন থেকে কোনও পরিচিতির প্রোফাইল ফটো বা গ্রুপ আইকন ট্যাপ করে সেই চ্যাটের সবকটি লেবেল দেখতে পারবেন।
লেবেল পরিচালনা করা
আপনার লেবেল পরিচালনা করতে, চ্যাট স্ক্রিন > আরও বিকল্প > লেবেল-এ যান।
এবার এগুলি করতে পারেন:
লেবেল করা আইটেমের জন্য অ্যাকশন নিন। লেবেলে ট্যাপ করুন > আইটেমটি ট্যাপ করে ধরে রাখুন > উপরের বার থেকে অ্যাকশন বেছে নিন (যেমন: লেবেলটি এডিট করুন বা বাদ দিন)।
রঙ যোগ করুন। লেবেল > আরও বিকল্প > রঙ বেছে নিন ট্যাপ করুন। যদি কোনও চ্যাটে রঙের কোডের লেবেল দুটির বেশি যোগ করা হয়, তাহলে একটির উপর আরেকটি রাখা থাকবে। একটির উপর আরেকটি রাখা থাকলে সবার উপরে থাকা লেবেলটি দেখানো হবে।
লেবেল বাদ দিন। লেবেল > আরও বিকল্প > লেবেল বাদ দিন ট্যাপ করুন।
নতুন ব্রডকাস্ট তৈরি করুন। লেবেল > আরও বিকল্প > গ্রাহকদের মেসেজ পাঠান ট্যাপ করুন।
লেবেল থেকে একটি ব্রডকাস্টের তালিকা তৈরি করা
বেছে নেওয়া অডিয়েন্সের জন্য আপনি নিজের লেবেল থেকে ব্রডকাস্টের তালিকা তৈরি করতে পারেন। লেবেল থেকে ব্রডকাস্টের তালিকা তৈরি করতে: