WhatsApp Business এর পরিসংখ্যান আপনাকে আপনার গ্রাহকদের সম্পৃক্ততা ও অভিজ্ঞতা জানতে সাহায্য করে। এই বৈশিষ্ট্যটির মাধ্যমে দেখানো হয় যে কতগুলো মেসেজ পাঠানো হয়েছে, ডেলিভার করা হয়েছে, পড়া হয়েছে এবং গ্রহণ করা হয়েছে।
আপনার পরিসংখ্যান দেখতে WhatsApp Business খুলুন, এরপর আরও বিকল্প