WhatsApp Business অ্যাপ ব্যবহার করলে, আপনি নিজের গ্রাহকের সাথে একটি ছোট লিঙ্ক শেয়ার করতে পারেন যেটা ব্যবহার করে তারা আপনার সাথে চ্যাট শুরু করতে পারবেন।
ছোট লিঙ্ক তৈরি করা
WhatsApp Business অ্যাপে অ্যাকাউন্ট তৈরি করলে নিজে থেকে একটি ছোট লিঙ্ক আপনার ব্যবসার জন্য তৈরি হবে। এই ছোট লিঙ্কটি অ্যাক্সেস করতে:
WhatsApp Business অ্যাপটি খুলুন, এরপর সেটিংস > ব্যবসার টুল-এ যান।
নিজে থেকে তৈরি হওয়া লিঙ্কটি দেখতে ছোট লিঙ্ক ট্যাপ করুন।
ছোট লিঙ্ক অ্যাক্সেস করার পরে, এগুলি করা যাবে:
যদি ছোট লিঙ্কটি কপি করে আপনার ওয়েবসাইটের অন্য কোথাও বা Facebook পেজে পেস্ট করতে চান, তাহলে ট্যাপ করুন।
যদি এই লিঙ্কটি সরাসরি আপনার গ্রাহকদের কাছে পাঠাতে চান তাহলে ট্যাপ করুন। যার কাছেই এই লিঙ্কের অ্যাক্সেস থাকবে তিনি আপনাকে মেসেজ পাঠাতে পারবেন।
গ্রাহকরা যাতে ছোট লিঙ্ক খুলে সেটি ব্যবহার করতে পারেন সেজন্য মেসেজের টেমপ্লেট সেট করার জন্য স্লাইডারটি ট্যাপ করুন।
আপনার ডিফল্ট মেসেজ তৈরি বা এডিট করতে ট্যাপ করুন।
দ্রষ্টব্য: আপনার গ্রাহকরা ডিফল্ট মেসেজ এডিট করতে পারবেন।