iPhone এ WhatsApp ব্যবহার করতে চাইলে iOS 9 বা এর পরবর্তী ভার্সন প্রয়োজন। iOS 8 এ আপনি আর নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না অথবা আগে থেকে থাকা অ্যাকাউন্ট আবার যাচাই করতে পারবেন না। বর্তমানে, আপনার iOS 8 ডিভাইসে WhatsApp চালু় থাকলে আপনি সেটি ১ ফেব্রুয়ারি, ২০২০ পর্যন্ত ব্যবহার করতে পারবেন।
সেরা অভিজ্ঞতার জন্য, আমরা সুপারিশ করব যে আপনি iOS এর সর্বশেষ উপলভ্য ভার্সনটি ব্যবহার করুন। কীভাবে আপনার iPhone এর সফটওয়্যার আপডেট করবেন তা জানতে Apple সহায়তা ওয়েবসাইটে যান।
জেল ব্রেক করা বা আনলক করা ডিভাইসের ব্যবহার আমরা সরাসরি বন্ধ করি না। যেহেতু এসব পরিবর্তন আপনার ডিভাইসের কার্যকারিতায় প্রভাব ফেলতে পারে, তাই iPhone এর পরিবর্তিত অপরেটিং সিস্টেমের জন্য কোনও সহায়তা প্রদান করা হয় না।
কোন কোন ডিভাইসে কাজ করবে সে বিষয়ে এখান থেকে জানুন: Android | Windows Phone