আপনি ব্যস্ত থাকলে বা অফিসের বাইরে থাকার সময় আপনার সকল পরিচিতি বা নির্দিষ্ট কোনও ব্যক্তিকে স্বয়ংক্রিয়ভাবে মেসেজ পাঠানোর জন্য দূরে থাকার মেসেজ সেট করতে পারবেন। এছাড়াও নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে মেসেজ পাঠানো চালু রাখতে এই দূরে থাকার মেসেজ নির্ধারণ করতে পারবেন, যেমন: আপনার ব্যবসা বন্ধ থাকার সময়।
দূরে থাকার মেসেজ সেট করতে:
- আরও অপশন
> সেটিংস > ব্যবসা সেটিংস > দূরে থাকার মেসেজ ট্যাপ করুন।
- দূরে থাকার মেসেজ পাঠান চালু করুন।
- মেসেজটি এডিট করতে সেটি ট্যাপ করুন, এরপর ঠিক আছে চাপুন।
- শিডিউল থেকে এগুলোর একটি ট্যাপ করে বেছে নিন:
- সবসময় পাঠান বেছে নিয়ে সবসময় স্বয়ংক্রিয় মেসেজ পাঠাতে পারবেন।
- কাস্টম শিডিউল বেছে নিয়ে শুধুমাত্র নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয় মেসেজ পাঠাতে পারবেন।
- ব্যবসায়িক ঘণ্টার বাইরে বেছে নিয়ে শুধুমাত্ ব্যবসায়িক ঘণ্টার বাইরে স্বয়ংক্রিয় মেসেজ পাঠাতে পারবেন। এটি শুধুমাত্র তখনই করতে পারবেন যখন আপনি আপনার ব্যবসা প্রোফাইলে ব্যবসায়িক ঘণ্টা সেট করে রাখবেন। কীভাবে করবেন তা জানতে আমাদের এই নিবন্ধটি দেখুন।
- প্রাপকের নিম্নোক্তগুলি থেকে একটি ট্যাপ করে বেছে নিন:
- প্রত্যেকে বেছে নিয়ে আপনি এরকম প্রত্যেক ব্যক্তিকে স্বয়ংক্রিয় মেসেজ পাঠাতে পারবেন যারা ব্যবসায়িক ঘণ্টার পর আপনাকে মেসেজ পাঠাবে।
- ঠিকানা বই ব্যতীত সবাইকে বেছে নিয়ে আপনি আপনার ঠিকানা বইয়ে নেই এমন সবগুলি নম্বরে স্বয়ংক্রিয় মেসেজ পাঠাতে পারবেন।
- এরা ব্যতীত প্রত্যেকে… বেছে নিয়ে আপনি নির্দিষ্ট কিছু নম্বর ব্যতীত সকল নম্বরে স্বয়ংক্রিয় মেসেজ পাঠাতে পারবেন।
- শুধুমাত্র এদেরকে পাঠান… বেছে নিয়ে আপনি শুধুমাত্র নির্বাচিত প্রাপকদের স্বয়ংক্রিয় মেসেজ পাঠাতে পারবেন।
- সংরক্ষণ ট্যাপ করুন।
দ্রষ্টব্য: দূরে থাকার বার্তা তখনই পাঠানো হবে যখন আপনার ফোনে একটি কার্যকর ইন্টারনেট সংযোগ থাকবে।