চ্যাট মুছে ফেলা
কোনও চ্যাট মুছে ফেললে সেটি আপনার চ্যাট ট্যাব থেকে মুছে যাবে।
একক চ্যাট মুছে ফেলতে
- চ্যাট ট্যাবে যেই একক চ্যাটটি আপনি মুছতে চান সেটি ট্যাপ করে ধরে রাখুন।
- মুছুন
> মুছুন ট্যাপ করুন।
গ্রুপ চ্যাট মুছে ফেলতে
কোনও গ্রুপ চ্যাট মুছে ফেলতে আপনাকে প্রথমে গ্রুপটি ত্যাগ করতে হবে, এরপরে আপনি ঐ চ্যাটটি মুছে ফেলতে পারবেন।
- চ্যাট ট্যাবে যেই গ্রুপ চ্যাটটি মুছে ফেলতে চান সেটি ট্যাপ করে ধরে রাখুন।
- আরও অপশন
> গ্রুপ থেকে প্রস্থান > প্রস্থান ট্যাপ করুন।
- গ্রুপ চ্যাটটি আবার ট্যাপ করে ধরে রাখুন এবং মুছুন
> মুছুন ট্যাপ করুন।
সব চ্যাট একবারে মুছে ফেলতে
- চ্যাট ট্যাবে গিয়ে, আরও অপশন
> সেটিংস > চ্যাট > চ্যাটের ইতিহাস ট্যাপ করুন।
- সব চ্যাট মুছুন ট্যাপ করুন। একক চ্যাটগুলি আপনার চ্যাট ট্যাব এবং স্ট্যাটাস আপডেটগুলি থেকে মুছে যাবে। তবে গ্রুপ চ্যাটগুলি আপনার চ্যাট ট্যাবে দেখা যাবে এবং আপনি তখনও সেগুলো দেখতে পাবেন।
চ্যাট পরিষ্কার করা
কোনও চ্যাট পরিষ্কার করলে সেই চ্যাটের সবগুলি মেসেজ পরিষ্কার হয়ে যাবে। তবে চ্যাটটি আপনার চ্যাট ট্যাবে তালিকাভুক্ত হয়ে থাকবে।
একক বা গ্রুপ চ্যাট পরিষ্কার করতে
- চ্যাট ট্যাবে আপনি যেই চ্যাটটি পরিষ্কার করতে চান সেটি খুলুন।
- আরও অপশন
> আরও > চ্যাট মুছুন > মুছুন ট্যাপ করুন।
সব চ্যাট একবারে পরিষ্কার করতে
- চ্যাট ট্যাবে গিয়ে, আরও অপশন
> সেটিংস > চ্যাট > চ্যাটের ইতিহাস ট্যাপ করুন।
- সব চ্যাট মুছুন ট্যাপ করুন। এটি আপনার চ্যাটের ভিতরের সব মেসেজ মুছে ফেলবে। তবে সব চ্যাট আপনার চ্যাট ট্যাবে তালিকাভুক্ত হয়ে থাকবে।
কীভাবে চ্যাট মুছতে ও পরিষ্কার করতে হয় তা জানুন এখানে: iPhone | Windows Phone