সর্বশেষ দেখা গেছে এবং অনলাইন লেখাটি দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার পরিচিতিরা সর্বশেষ কখন WhatsApp ব্যবহার করেছেন অথবা তারা অনলাইনে আছেন কি না।
কোনও পরিচিতি অনলাইন এ থাকলে, বোঝা যাবে যে পরিচিতির ডিভাইসের ফোরগ্রাউন্ডে WhatsApp চালু আছে এবং তাদের ডিভাইস ইন্টারনেটের সাথে কানেক্ট করা আছে। তবে, এর মানে এই নয় যে পরিচিতিটি আপনার মেসেজ পড়েছেন।
সর্বশেষ দেখা গেছে বলতে সর্বশেষ কখন কোন পরিচিতি WhatsApp ব্যবহার করেছেন সেটা বোঝায়। কারা আপনার সর্বশেষ দেখা গেছে দেখতে পারবেন সেটি আপনি আমাদের গোপনীয়তা সেটিংস থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। অনুগ্রহ করে মনে রাখবেন, আপনি নিজের অনলাইন থাকা লুকাতে পারবেন না। গোপনীয়তা সেটিংস সম্পর্কে এখান থেকে আরও জানুন: Android | iPhone | Windows Phone
আপনি এই কারণের জন্য কোনও পরিচিতির সর্বশেষ দেখা গেছে দেখতে নাও পেতে পারেন: