আপনি সবার জন্য বা শুধুমাত্র নিজের জন্য মেসেজ মুছে ফেলতে পারেন।
সবার জন্য মেসেজ মুছে ফেলা বৈশিষ্ট্যটি ব্যবহার করে আপনি কোনও গ্রুপ বা কোনও একজনকে পাঠানো চ্যাটের নির্দিষ্ট কোনও মেসেজ মুছে ফেলতে পারবেন। এটি বিশেষত আপনি ভুল চ্যাটে কোনও মেসেজ পাঠানো হলে অথবা পাঠানো মেসেজে কোনও ভুল থাকলে ব্যবহার করতে পারেন।
যে মেসেজ আপনি সবার জন্য মুছে ফেলছেন সেগুলিতে প্রাপকের চ্যাটে _“এই মেসেজটি মুছে ফেলা হয়েছেে”_ হিসেবে দেখানো হবে (*)। একইভাবে আপনি যদি কোনও চ্যাটে _“এই মেসেজটি মুছে ফেলা হয়েছে”_ দেখতে পান তার মানে হল যে প্রেরক তার মেসেজ সবার জন্য মুছে ফেলেছেন।
সবার জন্য মেসেজ মুছে ফেলতে:
নোট:
নিজের মেসেজ মুছে ফেলার জন্য আপনাকে নিজের ফোন থেকে পাঠানো বা পাওয়া মেসেজের কপি মুছতে হবে। এটি আপনার প্রাপক জানতে পারবেন না। এরপরেও আপনার প্রাপক তার চ্যাট স্ক্রিনে মেসেজ দেখতে পাবে। নিজের জন্য মেসেজ মুছে ফেলতে:
কীভাবে মেসেজ মুছবেন তা এখান থেকে জানুন: Android | iPhone | Windows Phone