কোনও গ্রুপ থেকে বেরিয়ে এলে, আপনাকে গ্রুপ থেকে সরানো হবে। কিন্তু, এরপরেও আপনি নিজের চ্যাট তালিকায় গ্রুপটি দেখতে পাবেন এবং চ্যাটের ইতিহাস পড়তে পারবেন। আপনি যদি গ্রুপের একমাত্র অ্যাডমিন হয়ে থাকেন এবং নিজের গ্রুপটি থেকে বেরিয়ে এলে, নতুন অ্যাডমিনের জন্য গ্রুপের যেকোনও একজন অংশগ্রহণকারীকে বেছে নেওয়া হবে।
গ্রুপ থেকে বেরিয়ে আসতে:
গ্রুপ থেকে বেরিয়ে আসার পর, নিজের গ্রুপটি মুছে ফেলার বিকল্প দেখতে পাবেন। আপনি গ্রুপটি মুছে ফেললে, নিজের চ্যাট তালিকায় আর গ্রুপটি দেখতে পাবেন না এবং চ্যাট ইতিহাসও মুছে ফেলা হবে।
কোনও গ্রুপ থেকে বেরিয়ে আসার পর গ্রুপটি মুছে ফেলতে: