চ্যাট মুছতে
চ্যাট মুছলে সেটি আপনার চ্যাট ট্যাব থেকে মুছে যাবে।
কোন একক চ্যাট মুছতে
- চ্যাট ট্যাবে যেই চ্যাটটি আপনি মুছতে চান সেটি বাম দিকে সোয়াইপ করুন।
- আরও > চ্যাট মুছুন > চ্যাট মুছুন চাপুন।
বিকল্পভাবে, চ্যাট ট্যাবে গিয়ে উপরের বাম পাশের সম্পাদন চাপুন > যে চ্যাটটি মুছতে চান সেটি নির্বাচন করুন > ডান পাশের নিচে থেকে মুছুন চাপুন > চ্যাট মুছুন চাপুন।
গোষ্ঠী চ্যাট মুছতে
কোন গোষ্ঠী চ্যাট মুছতে হলে আপনাকে প্রথমে গোষ্ঠীটি ত্যাগ করতে হবে, এরপরে আপনি ওই চ্যাটটি মুছতে পারবেন।
- চ্যাট ট্যাবে যেই গোষ্ঠী চ্যাটটি মুছতে চান সেটি বাম দিলে সোয়াইপ করুন।
- আরও > গোষ্ঠী ত্যাগ > গোষ্ঠী ত্যাগ চাপুন।
- চ্যাট ট্যাবে গোষ্ঠী চ্যাটটি আবার বাম দিকে সোয়াইপ করুন > গোষ্ঠী মুছুন > গোষ্ঠী মুছুন।
সব চ্যাট একবারে মুছতে
- WhatsApp সেটিংস > চ্যাট > সব চ্যাট মুছুন এ যান।
- আপনার ফোন নাম্বার দিন > সব চ্যাট মুছুন চাপুন। সব একক চ্যাট আপনার চ্যাট ট্যাব থেকে মুছে যাবে। তবে গোষ্ঠী চ্যাট আপনার চ্যাট তালিকায় থাকবে।
চ্যাট সাফ করতে
কোন চ্যাট সাফ করলে সেই চ্যাটের সব বার্তা মুছে যাবে। তবে চ্যাটটি আপনার চ্যাট তালিকায় থাকবে।
কোন একক বা গোষ্ঠী চ্যাট মুছতে
- চ্যাট ট্যাবে আপনি যেই চ্যাটটি সাফ করতে চান সেটি বাম দিকে সোয়াইপ করুন।
- আরও > চ্যাট সাফ চাপুন।
- স্টার চিহ্নিত ব্যতীত সব মুছুন অথবা সব বার্তা মুছুন চাপুন।
সব চ্যাট একবারে মুছতে
- WhatsApp এর সেটিংস > চ্যাট > সব চ্যাট সাফ করুন এ যান।
- আপনার ফোন নাম্বার দিন > সব চ্যাট মুছুন চাপুন। এতে আপনার চ্যাটের ভিতরের সব বার্তা মুছে যাবে। তবে সব চ্যাট আপনার চ্যাট তালিকায় থাকবে।
কিভাবে চ্যাট মুছতে ও সাফ করতে হয় জানতে: Android | Windows Phone