আমাদের কাছে আপনার গোপনীয়তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। WhatsApp এর মেসেজ ও কল এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে নিরাপদ। এর মানে হল শুধুমাত্র আপনি এবং যাদের আপনি পরিচিত হিসেবে যোগ করেছেন শুধুমাত্র তারাই মেসেজ পড়তে বা কল শুনতে পারবেন অন্য কেও না, এমনকি WhatsApp ও না পারবে না।
সব ক্ষেত্রেই, WhatsApp এ কোনও ব্যবসাকে পাঠানো মেসেজ এন্ড টু এন্ড এনক্রিপ্টেড থাকবে। তবে মনে রাখা জরুরি যে আপনি যখন কোনও ব্যবসার সাথে যোগাযোগ করবেন সেই ব্যবসার সাথে যুক্ত অনেক ব্যক্তি হয়ত আপনার মেসেজ দেখতে পারবে। এছাড়াও যেসব ব্যবসা আমাদের WhatsApp Business এর পরিষেবা ব্যবহার করে তারা অন্য কোম্পানিকে তাদের হয়ে মেসেজ স্টোর করার, পড়ার এবং উত্তর দেওয়ার অনুমতি দিয়ে থাকতে পারে।
যে ব্যবসার সাথে আপনি যোগাযোগ করছেন সেই ব্যবসার এটি নিশ্চিত করা দায়িত্ব যে এটি আপনার মেসেজ গোপনীয়তা নীতি অনুসারে পরিচালনা করা হচ্ছেে। আরও তথ্যের জন্য ওই ব্যবসার সাথে সরাসরি যোগাযোগ করুন।
আমাদের এন্ড-টু-এন্ড এনক্রিপশন নীতি সম্পর্কে আরও তথ্যের জন্য, অনুগ্রহ করে এই আর্টিকেলটি পড়ুন।