কীভাবে আপনার ফোন নম্বর যাচাই করবেন
WhatsApp এর ব্যবহার শুরু করতে আপনাকে অবশ্যই আপনার ফোন নম্বর যাচাই করতে হবে।
আপনার ফোন নম্বর যাচাই করতে:
- WhatsApp খুলুন৷
- আমাদের পরিষেবার শর্তাবলী ও গোপনীয়তা নীতি পড়তে শর্তাবলী ও নীতি চাপুন।
- আমাদের শর্তাবলী মেনে নিতে এবং চালিয়ে যেতে সম্মত চাপুন।
- একটি দেশ বেছে নিন চাপুন।
- আপনার দেশ খুঁজুন বা নির্বাচন করুন এবং দেশ নির্বাচন করুন চাপুন।
- আপনার ফোন নম্বর লিখুন।
- আপনি আমাদের সাহায্য কেন্দ্র বা যোগাযোগ করুন এ ভিজিট করতে চাইলে সাহায্য চাপুন।
- SMS এর মাধ্যমে যাচাইকরণ কোড পেতে পরবর্তী > ঠিক আছে চাপুন।
- SMS থেকে ৬ ডিজিটের কোড লিখুন।
- আপনি যদি কোডটি না পেয়ে থাকেন, তাহলে পুনরায় SMS পাঠান চাপতে পারেন অথবা আমাদের স্বয়ংক্রিয় সিস্টেম কলের মাধ্যমে কোডটি পেতে আমাকে ফোন করুন চাপুন।
- আপনার নাম লিখুন। অনুগ্রহ করে মনে রাখবেন:
- ২৫টি অক্ষরের মধ্যে নামটি সীমাবদ্ধ থাকবে।
- এছাড়াও, আপনি একটি প্রোফাইল ফটো যোগ করতে পারবেন।
- সম্পন্ন চাপুন।
নোট: নিচের ভিডিওটি সেই সকল WhatsApp ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য, যাদের JioPhone বা JioPhone 2 আছে।