কীভাবে স্ট্যাটাস আপডেট ফরোয়ার্ড করবেন
নিজের পরিচিতির কাছে স্ট্যাটাসের আপডেট ফরোয়ার্ড করতে ফরোয়ার্ড বৈশিষ্ট্যটি ব্যবহার করুন। ফরোয়ার্ড করা স্ট্যাটাসের আপডেট WhatsApp মেসেজ হিসেবে গ্রহণ করা হয়।
স্ট্যাটাস ফরোয়ার্ড করুন
- WhatsApp খুলুন, এরপর স্ট্যাটাস-এ যান।
- যে স্ট্যাটাস আপডেটটি ফরোয়ার্ড করতে চান সেটি বেছে নিন।
- ফরোয়ার্ড করুন চাপুন।
- আপডেট ফরোয়ার্ড করতে পরিচিতি বা গ্রুপ খুঁজুন অথবা বেছে নিন।
- পাঠান চাপুন।