সব স্ট্যাটাস আপডেট ২৪ ঘণ্টা পরে নিজে থেকে বাদ হয়ে যায়। কিন্তু, মেয়াদ শেষ হওয়ার আগে যদি স্ট্যাটাস বাদ দিতে চান, তাহলে এগুলো করতে পারেন:
- WhatsApp খুলুন, এরপর স্ট্যাটাস-এ যান।
- যে স্ট্যাটাস আপডেটটি বাদ দিতে চান সেটি বেছে নিন।
- এরপর, বাদ দিন > 'বাদ দিন' চাপুন।
সংশ্লিষ্ট রিসোর্স:
কীভাবে স্ট্যাটাস ব্যবহার করতে হয়: Android | iPhone | KaiOS