কীভাবে ভয়েস মেসেজ প্লে করা যায়
ভয়েস মেসেজ প্লে করুন
- আপনি যে ভয়েস মেসেজটি শুনতে চান সেটি বেছে নিন।
- প্লে করুন চাপুন। ভয়েস মেসেজটি আপনার ফোনের স্পিকারে প্লে করা হবে। আপনার হেডফোন যদি ফোনের সাথে কানেক্ট করা থাকে, তাহলে ভয়েস মেসেজ আপনার হেডফোনে প্লে হবে।
ফোনে আসা ভয়েস মেসেজে আপনি যা দেখতে পাবেন:
- আপনার শোনা হয়নি এমন ভয়েস মেসেজে একটি সবুজ রঙের মাইক্রোফোন
দেখাবে। - আপনার শোনা হয়ে গেছে এমন ভয়েস মেসেজে একটি নীল রঙের মাইক্রোফোন
দেখাবে।
দ্রষ্টব্য: নিচের ভিডিওটি শুধু সেই সকল WhatsApp ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য, যাদের JioPhone বা JioPhone 2 আছে।
সংশ্লিষ্ট রিসোর্সগুলি:
- কীভাবে ভয়েস মেসেজ পাঠানো যায়