কীভাবে পরিচিতি যোগ করতে হয়
আপনি WhatsApp বা নিজের ফোনের ঠিকানা বইয়ের মাধ্যমে পরিচিতি যোগ করতে পারবেন।
WhatsApp এর মাধ্যমে পরিচিতি যোগ করুন
- নতুন চ্যাট > বিকল্প > নতুন পরিচিতি যোগ করুন চাপুন।
- JioPhone বা JioPhone 2-এ আপনি যদি ফোনের মেমরি বা সিম এর মেমরিতে কোনও পরিচিতি সেভ করতে চান, তাহলে আপনাকে সেটি বেছে নিতে হবে।
- পরিচিতির নাম ও ফোন নম্বর লিখুন, এরপর সেভ করুন চাপুন।
- পরিচিতিটি স্বয়ংক্রিয়ভাবে আপনার পরিচিতি তালিকায় যোগ হবে। যদি পরিচিতিটি দেখা না যায়, তাহলে নতুন চ্যাট > বিকল্প > পরিচিতি আবার লোড করুন চাপুন।
আপনার ফোনের ঠিকানা বইয়ের মাধ্যমে পরিচিতি যোগ করুন
- অ্যাপ মেনুতে পরিচিতি চাপুন।
- নতুন পরিচিতি বা নতুন চাপুন।
- JioPhone বা JioPhone 2-এ আপনি যদি ফোনের মেমরি বা সিম এর মেমরিতে কোনও পরিচিতি সেভ করতে চান, তাহলে আপনাকে সেটি বেছে নিতে হবে।
- পরিচিতির নাম ও ফোন নম্বর লিখুন, এরপর সেভ করুন চাপুন।
- পরিচিতিটি স্বয়ংক্রিয়ভাবে আপনার WhatsApp এর পরিচিতি তালিকায় যোগ হবে। যদি পরিচিতিটি দেখা না যায়, তাহলে WhatsApp খুলুন, এরপর নতুন চ্যাট > বিকল্প > পরিচিতি আবার লোড করুন চাপুন।
দ্রষ্টব্য: আপনি ফোনের ঠিকানা বই থেকে পরিচিতি বাদ দিতে পারবেন, কিন্তু WhatsApp থেকে পরিচিতি বাদ দিতে পারবেন না।