গ্রুপের বিজ্ঞপ্তি কীভাবে মিউট বা আনমিউট করা যায়
আপনি নির্দিষ্ট সময়ের জন্য গ্রুপের বিজ্ঞপ্তি মিউট করে রাখতে পারবেন। তবুও আপনি গ্রুপে পাঠানো মেসেজ পাবেন কিন্তু সেগুলি এলে আপনার ফোনটি ভাইব্রেট হবে না বা শব্দ শোনা যাবে না।
গ্রুপের বিজ্ঞপ্তি মিউট করুন
- WhatsApp গ্রুপ চ্যাট বেছে নিন।
- বিকল্প > মিউট করুন > ঠিক আছে বিকল্পে চাপুন।
- আপনি কতক্ষণের জন্য বিজ্ঞপ্তি মিউট করে রাখতে চান তা বেছে নিন।
- ঠিক আছে বিকল্পে চাপুন।
গ্রুপের বিজ্ঞপ্তি আনমিউট করুন
- WhatsApp গ্রুপ চ্যাট বেছে নিন।
- বিকল্প > আনমিউট করুন > ঠিক আছে বিকল্পে চাপুন।