চ্যাট আর্কাইভ বৈশিষ্ট্যটি ব্যবহার করে আপনি নিজের কথোপকথন আরও ভালোভাবে সাজানোর জন্য চ্যাট তালিকা থেকে একক বা গ্রুপ চ্যাট লুকাতে পারবেন। আপনি চ্যাট তালিকার নিচে নেভিগেট করে নিজের আর্কাইভ করা চ্যাট দেখতে পারবেন।
দ্রষ্টব্য:
- কোনও একক বা গ্রুপ চ্যাট আর্কাইভ করা হলে সেই চ্যাট বা গ্রুপটি বাদ যাবে না।
- KaiOS-এ একক বা গ্রুপের সব চ্যাটকে একবারে আর্কাইভ করা যায় না।
- আপনি আর্কাইভ করা একক বা গ্রুপ চ্যাট থেকে কোনও নতুন মেসেজ পেলে সেই একক বা গ্রুপ চ্যাটটি আর্কাইভ থেকে সরে যাবে।
একক বা গ্রুপ চ্যাট আর্কাইভ করুন
- আপনি যে একক বা গ্রুপ চ্যাটটি আর্কাইভ করতে চান সেটি নিজের চ্যাট তালিকা থেকে বেছে নিন।
- বিকল্প > আর্কাইভ করুন > ঠিক আছে চাপুন।
একক বা গ্রুপ চ্যাট আর্কাইভ থেকে সরান
- নিচের বোতামটি চেপে চ্যাট তালিকার নিচে নেভিগেট করুন, এরপর আর্কাইভ করা চ্যাট বিকল্পে যান।
- যে একক বা গ্রুপ চ্যাটটি আর্কাইভ থেকে সরাতে চান সেটি বেছে নিন।
- বিকল্প > আর্কাইভ থেকে সরান > ঠিক আছে চাপুন।
সংশ্লিষ্ট রিসোর্স:
এখানে কীভাবে চ্যাট বা গ্রুপ আর্কাইভ করা যায় অথবা আর্কাইভ থেকে সরানো যায়: Android | iPhone | Web এবং Desktop