KaiOS-এ স্টিকারের সম্পর্কে
KaiOS-এ WhatsApp-এর মাধ্যমে, একক এবং গ্রুপ চ্যাট থেকে আপনি স্টিকার পেতে এবং দেখতে পারবেন। যদিও বর্তমানে KaiOS-এ WhatsApp ব্যবহার করে স্টিকার পাঠানো সম্ভব নয়, তবে পাওয়া স্টিকার ফরোয়ার্ড করতে পারবেন।
স্টিকার ফরোয়ার্ড করা
আপনার পাওয়া স্টিকারটি ফরোয়ার্ড করতে:
- একক বা গ্রুপ চ্যাটে আপনি যে স্টিকারটি ফরোয়ার্ড করতে চান সেটি বেছে নিন।
- বিকল্প > ফরোয়ার্ড করুন চাপুন।
- যে সকল প্রাপককে আপনি স্টিকারটি ফরোয়ার্ড করতে চান তাদের বেছে নিয়ে পাঠান চাপুন।