'অ্যাকাউন্টের তথ্যের অনুরোধ করুন' বৈশিষ্ট্যটি ব্যবহার করে নিজের WhatsApp অ্যাকাউন্টের তথ্য ও সেটিংসের একটি রিপোর্ট অনুরোধ ও এক্সপোর্ট করতে পারবেন। আপনার মেসেজ রিপোর্টে থাকবে না। আপনি অ্যাপের বাইরে নিজের মেসেজ অ্যাক্সেস করতে চাইলে এর পরিবর্তে পূর্ববর্তী চ্যাট এক্সপোর্ট করুন।
আপনার অনুরোধ করার ঠিক তিন দিন পরে রিপোর্ট উপলভ্য হবে। আপনি নিজের রিপোর্টের জন্য অপেক্ষা করার সময় এই তারিখের মধ্যে তৈরি হবে দেখতে পারবেন।
রিপোর্টের অনুরোধ করা হয়ে গেলে আপনি সেটি আগের অবস্থায় ফেরাতে অথবা বাকি থাকা অনুরোধ বাতিল করতে পারবেন না।
আপনি নিজের ফোন নম্বর পরিবর্তন করলে অথবা অ্যাকাউন্ট বাদ দিলে বাকি থাকা অনুরোধ বাতিল হয়ে যাবে এবং অন্য একটি রিপোর্টের অনুরোধ করতে হবে।
রিপোর্টটি ডাউনলোডের জন্য উপলভ্য হলে, WhatsApp থেকে “আপনার অ্যাকাউন্টের তথ্যের রিপোর্ট এখন পাওয়া যাবে” এই বিজ্ঞপ্তিটি আপনার ফোনে পাবেন। আমাদের সার্ভার থেকে বাদ দেওয়ার আগে অ্যাকাউন্টের তথ্যের অনুরোধ করুন স্ক্রিন থেকে WhatsApp-আপনাকে জানাবে যে আপনার রিপোর্ট উপলভ্য হওয়ার পর সেটি ডাউনলোড করার জন্য আপনার কাছে কয়েক সপ্তাহের সময় আছে। যেহেতু এই রিপোর্টে আপনার ব্যক্তিগত তথ্য আছে তাই এটি অন্য পরিষেবাতে স্টোর করা, পাঠানো বা আপলোড করার আগে সতর্ক থাকুন।
দ্রষ্টব্য: আপনার ফোনে রিপোর্ট ডাউনলোড করার পর, নিজের ফোন থেকে স্থায়ীভাবে ডাউনলোড করা কপি বাদ দেওয়ার একটি বিকল্প পাবেন অ্যাকাউন্টের তথ্যের অনুরোধ করুন স্ক্রিন থেকে রিপোর্ট বাদ দিন > বেছে নিয়ে ঠিক আছে চাপলে। রিপোর্টি বাদ দিলেও আপনার WhatsApp অ্যাকাউন্টের কোনও ডেটা বাদ হয়ে যাবে না।
আপনি WhatsApp-এ ডাউনলোড করা রিপোর্ট দেখতে পাবেন না। রিপোর্ট দেখার জন্য আপনার ফোন কম্পিউটারের সাথে কানেক্ট করুন।