WhatsApp-এর মধ্যে থেকেই আপনি নিজের অ্যাকাউন্ট বাদ দিতে পারবেন। আপনার অ্যাকাউন্ট একবার বাদ দেওয়া হলে পুনরুদ্ধার করা সহজ নয়, যদি ভুলবশতও এটি করে ফেলেন তাহলেও আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব নয়।
আপনার অ্যাকাউন্ট বাদ দিতে:
- বিকল্প > সেটিংস > অ্যাকাউন্ট > আমার অ্যাকাউন্ট বাদ দিন চাপুন।
- আপনার দেশের কোড বেছে নিন এবং ফোন নম্বর লিখুন।
- বাদ দিন > বাদ দিন চাপুন।
আপনার অ্যাকাউন্ট বাদ দিলে:
- WhatsApp থেকে আপনার অ্যাকাউন্ট বাদ হয়ে যাবে৷
- আপনার ফোনের পূর্ববর্তী চ্যাট বাদ যাবে।
- আপনার সকল WhatsApp গ্রুপ থেকে আপনাকে বাদ দেওয়া হবে।
আপনি নিজের অ্যাকাউন্ট বাদ দিলে:
- আপনি পুনরায় নিজের অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবেন না৷
- আপনার WhatsApp-এর তথ্য বাদ দিতে এই বাদ দেওয়ার প্রক্রিয়াটির শুরুর দিন হতে ৯০ দিন পর্যন্ত সময় লাগতে পারে। আপনার তথ্যের কপি, ব্যাক-আপ রাখার ৯০ দিন পরেও ব্যাক-আপ স্টোরেজে থাকতে পারে যা আমরা কোনও ক্ষয়ক্ষতি, সফ্টওয়্যারের ত্রুটি বা ডেটা হারানোর যেকোনও ঘটনায় পুনরুদ্ধারের জন্য ব্যবহার করি। এই সময়ের জন্য আপনি WhatsApp-এ নিজের তথ্য পাবেন না৷
- আপনার তৈরি করা গ্রুপে আপনার সম্পর্কিত তথ্য অথবা আপনার বিষয়ে অন্যান্য ব্যবহারকারীর কাছে থাকা তথ্য, যেমন তাদেরকে পাঠানো আপনার মেসেজের কপি এটি প্রভাবিত করে না।
- কিছু জিনিসের কপি যেমন লগ রেকর্ড আমাদের ডেটাবেসে থাকতে পারে কিন্তু তাতে ব্যক্তিগত শনাক্তকারী অর্থাৎ যার মাধ্যমে বোঝা যাবে যে ঐ রেকর্ডটি কার সেটি যুক্ত থাকে না।
- এছাড়াও, আমরা আপনার তথ্য আইনি সমস্যা, শর্তাবলী লঙ্ঘন বা ক্ষতি এড়ানোর মত বিষয়ের জন্য রেখে দিতে পারি।
- আরও তথ্যের জন্য অনুগ্রহ করে আমাদের গোপনীয়তা নীতির আইন এবং সুরক্ষা বিভাগটি পড়ুন।
- অন্যান্য Facebook কোম্পানিসমূহের সাথে শেয়ার করা আপনার তথ্য বাদ দেওয়া হবে।
সংশ্লিষ্ট রিসোর্স:
এখানে কীভাবে আপনার অ্যাকাউন্ট বাদ দেবেন তা জানুন: Android | iPhone