WhatsApp ওয়েবে আপনি আপনার প্রোফাইল ও সম্পর্কে বদলাতে পারবেন, যেমন করে আপনি আপনার মোবাইল ডিভাইসে বদলাতে পারেন।
প্রোফাইল ফটো ও সম্পর্কে বদলাতে
- উপরে ডানে থাকা আপনার বর্তমান প্রোফাইল ফটো আইকনের উপর অথবা মেনু আইকনে ক্লিক করে প্রোফাইল ও স্থিতি নির্বাচন করুন।
- আপনার প্রোফাইল ফটো বদলাতে প্রোফাইল ফটোর উপর মাউস নিয়ে যান এবং প্রোফাইল ফটো বদলান এ ক্লিক করুন।
- সম্পর্কে বদলাতে পেন্সিল আইকনে ক্লিক করে সম্পর্কে সম্পাদন করুন।
আপনার পরিচিতির প্রোফাইল দেখতে
- যেই চ্যাটটি দেখতে চান সেটি নির্বাচন করুন।
- চ্যাটের উপরে থাকা ব্যবহারকারীর নামের উপর ক্লিক করুন।
- পরিচিতির তথ্য অংশে আপনি:
- ব্যবহারকারীর প্রোফাইল ফটো এবং সম্পর্কে দেখতে পারবেন।
- ওই ব্যবহারকারীর সাথে শেয়ার করা ফাইল দেখতে পারবেন।
- ওই ব্যবহারকারীর সাথে থাকা গ্রুপগুলো দেখতে ও অ্যাক্সেস করতে পারবেন।