আমরা নিচের ডিভাইসগুলোর জন্য সহায়তা প্রদান করি এবং সেগুলো ব্যবহারের জন্য সুপারিশ করি:
আপনার কাছে এই ডিভাইসগুলোর একটি থাকলে, খুব সহজেই আপনি WhatsApp ইনস্টল করে আপনার ফোন নম্বরটি যাচাই করতে পারবেন। মনে রাখবেন যে WhatsApp চালু করতে একটি ডিভাইসে একই সময়ে শুধুমাত্র একটি ফোন নম্বর ব্যবহার করা যায়। এছাড়াও, আপনার চ্যাটের ইতিহাস ট্রান্সফার করার জন্য প্ল্যাটফর্মগুলোর মধ্যে অন্য কোনও অপশন নেই। তবে আমরা আপনার চ্যাটের ইতিহাস ইমেল অ্যাটাচমেন্ট হিসেবে এক্সপোর্ট করার জন্য অপশন প্রদান করে থাকি। কীভাবে আপনার চ্যাটের ইতিহাস এক্সপোর্ট করবেন সে বিষয়ে এখান থেকে জানুন: Android | iPhone | Windows Phone
নিচের অপারেটিং সিস্টেমগুলোতে আপনি আর নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না, আবার আগের অ্যাকাউন্টও পুনরায় যাচাই করতে পারবেন না। তবে আপনি এগুলোতে WhatsApp এর ব্যবহার চালিয়ে যেতে পারবেন:
আপনি ৩১ ডিসেম্বর, ২০১৯ এর পর থেকে সকল Windows Phone এর অপারেটিং সিস্টেম আর ব্যবহার করতে পারবেন না এবং ১ জুলাই, ২০১৯ এর পর থেকে Microsoft স্টোরে হয়ত WhatsApp পাওয়া যাবে না।
দ্রষ্টব্য: যেহেতু আমরা এই অপারেটিং সিস্টেমগুলো আর ডেভেলপ করব না, তাই এগুলোর কিছু বৈশিষ্ট্য যেকোনও সময়ে বন্ধ হয়ে যেতে পারে।