iOS 9 এবং তার পরবর্তী ভার্সনে অতিরিক্ত কিছু নিরাপত্তামূলক সতর্কতা হিসেবে আপনি WhatsApp-এ টাচ আইডি অথবা ফেস আইডি চালু করতে পারবেন। চালু করা থাকলে আপনাকে WhatsApp আনলক করতে টাচ আইডি অথবা ফেস আইডি অবশ্যই ব্যবহার করতে হবে। WhatsApp লক করা থাকলেও আপনি কল এবং বিজ্ঞপ্তি থেকে মেসেজের উত্তর দিতে পারবেন।
WhatsApp-এ টাচ আইডি অথবা ফেস আইডি ব্যবহার করার জন্য আপনাকে নিজের iPhone -এর সেটিংস থেকে এটি চালু করতে হবে।
দ্রষ্টব্য: টাচ আইডি বা ফেস আইডি দিয়ে WhatsApp আনলক না হলে আপনি নিজের iPhone-এর পাসকোড লিখতে পারেন।